নারায়ণগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫, ০৮:৪৩ পিএম
শুধু পরীক্ষায় উত্তীর্ণ হলেই শিক্ষিত হওয়া যায় না। প্রকৃত শিক্ষিত হতে হলে একজন শিক্ষার্থীকে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জ্ঞান অর্জন করতে হয়। মানুষের মতো মানুষ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হয়।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর উপজেলা ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা হলেন জ্ঞানের ভাণ্ডার। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের জ্ঞান বিতরণই হবে প্রকৃত সার্থকতা।”
তিনি আরও বলেন, “ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে, মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দিতে হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “যে চেয়ারে আপনি আজ বসে আছেন, সেটি কাল নাও থাকতে পারে। তাই সময় থাকতে মানুষের উপকারে এগিয়ে আসুন। একদিন সেই উপকারভোগীরাই আপনার অজান্তে প্রশংসা করবে।”
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরী জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে এক লাখ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। এছাড়া খাল পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। স্কুল শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে জেলা প্রশাসক কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট ও টেনিস বল বিতরণ করেন এবং নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসফাকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা।
ইএইচ