Amar Sangbad
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪,

বসুন্ধরা আবাসিক এলাকার রেস্টুরেন্টগুলোতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২৪, ০৯:১৮ পিএম


বসুন্ধরা আবাসিক এলাকার রেস্টুরেন্টগুলোতে পুলিশের অভিযান

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (৩ মার্চ) সন্ধ্যার পর এই অভিযান শুরু করে ভাটারা থানা পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক মো.আমিনুল।

তিনি বলেন, অভিযানে দেখছি রেস্টুরেন্টগুলোতে প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না। এ ছাড়া রেস্টুরেন্ট পরিচালনা করতে যেসব অনুমোদন প্রয়োজন হয়, সেগুলো রয়েছে কি না।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন উপপরিদর্শক মো.আমিনুল।

আরএস

 

Link copied!