Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪,

নামাজ শেষে রাজধানীতে পশু কোরবানি শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২৪, ০৯:১১ এএম


নামাজ শেষে রাজধানীতে পশু কোরবানি শুরু

পবিত্র ঈদুল আজহা আজ। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন।

সোমবার সকালে ঈদের নামাজ শেষে রাজধানীতে শুরু হয়েছে পশু কোরবানি।

ঈদের দিন সকাল থেকে রাজধানীতে বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন নগরবাসী।

সরেজমিনে রাজধানীর লালবাগ এলাকায় গিয়ে দেখা গেছে, বেশিরভাগ মানুষ বাড়ির সামনের সড়কে কোরবানি দিচ্ছেন। কোরবানির কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। চামড়া ছাড়িয়ে মাংস কাটার কাজ করছেন তারা।

এদিকে কোরবানির পর সৃষ্ট বর্জ্য অপসারণ রাস্তায় কাজ করা শুরু করে দিয়েছে দুই সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীর থেকে কোরবানি বর্জ্য অপসারণের জন্য কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।

ইএইচ

Link copied!