নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৪, ১২:৩৬ এএম
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৩৫ জন এইচএসসি পরীক্ষার্থী কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।
শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে কারাগার থেকে বের হয় শিক্ষার্থীরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার নাশির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত ৩৫ জন শিক্ষার্থীকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারে সামনে তাদের স্বজনরা অপেক্ষায় আছে। নিজ নিজ স্বজনরা তাদের বুঝে নিচ্ছেন।
ইএইচ