বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
জুলাই ৩, ২০২৫, ০৭:৪৩ পিএম
মৌলভীবাজারের বড়লেখায় যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৮০ জন নারী ও পুরুষকে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ভাতা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ইমরান সাইদুল মডেল একাডেমি কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউনিয়নের ৮০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে দুই গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
ইমরান সাইদুল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মো. ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন এবং ভাতা ও উপকরণ বিতরণ করেন ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার মো. খাদিমুল ইসলাম।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদের বড়লেখা উপজেলা প্রতিনিধি মো. রুয়েল কামাল, প্রকল্পের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আব্দুল্লাহ, চ্যানেল এস-এর বড়লেখা উপজেলা প্রতিনিধি আলী ওবায়েদ ইমনসহ অনেকে।
পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা এবং প্রয়োজনীয় উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
ইএইচ