বরিশাল ব্যুরো
জুলাই ৩, ২০২৫, ০৭:৩৮ পিএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা ও শের-ই বাংলা মেডিক্যাল কলেজ শাখার যৌথ উদ্যোগে বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সহযোগিতা করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
এছাড়া উপস্থিত ছিলেন ড্যাব বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনেম সাদ, ড্যাব শের-ই বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।
রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা রক্তদান করেন এবং সাধারণ মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করেন।
ইএইচ