Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১২, ২০২৫, ১২:০০ পিএম


রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকে ঢাকার রাস্তায় বিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যত্রতত্র, যখন-তখন, যে কেউ দাবি নিয়ে সড়ক অবরোধ করায় স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনেও সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত।

তিনি বলেন, যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তথাপি, কারণে-অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।

এ অবস্থায় নগরবাসীর বৃহত্তর স্বার্থে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করেন তিনি।

ইএইচ

Link copied!