পনির ভূইয়া, সোনারগাঁও
জুলাই ৩, ২০২৫, ০১:৪৭ পিএম
নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক ও সম্ভাবনাময় উপজেলা সোনারগাঁওয়ের সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রম ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একক নেতৃত্বে কাজ করছেন ইউএনও ফারজানা রহমান। জনপ্রতিনিধিশূন্য এ উপজেলায় পৌর প্রশাসকের দায়িত্বও পালন করছেন তিনি। একান্ত সাক্ষাৎকারে আমার সংবাদ–এর সোনারগাঁও প্রতিনিধি পনির ভূঁইয়াকে তিনি জানিয়েছেন উন্নয়নের বাস্তব চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
বর্তমানে সোনারগাঁওয়ে কোনো সংসদ সদস্য, পৌর মেয়র বা ইউনিয়ন চেয়ারম্যান নেই। ইউএনও ফারজানা রহমান জানালেন, এসব পদে দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে সকল কার্যক্রম।
তিনি বলেন, চ্যালেঞ্জ অনেক, তবে থেমে নেই। বন্ধ হওয়া প্রকল্পগুলো আবারও টেন্ডার দিয়ে চালু করেছি। বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন কাজ চলছে।
সোনারগাঁওয়ের পরিবেশ রক্ষায় সম্প্রতি জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে ইউনিয়ন পর্যায়ে ১০ হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন হয়েছে। এছাড়া দখলদারদের কবল থেকে ঐতিহাসিক পঙ্গীরাজ খাল উদ্ধার করে তা সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—বড় রাস্তা নির্মাণ, গ্রামীণ সড়ক উন্নয়ন, ক্ষণিকালয় স্থাপন, ভূমিসেবায় গণশুনানি, রাস্তা প্রশস্তকরণসহ একাধিক প্রকল্প।
ফারজানা রহমান জানান, আমরা চাই শিশুরা যেন শিক্ষার আলো থেকে বিচ্ছিন্ন না হয়। মাদক ও বাল্যবিয়ে রোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, ল্যাপটপসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। চালু করা হয়েছে একটি শিক্ষা-সংশ্লিষ্ট ওয়েবসাইটও।
ইতোমধ্যে ভূমিসেবা সংক্রান্ত দুর্নীতি রোধে চালু হয়েছে মাসিক ওপেন গণশুনানি। ফারজানা রহমান এ বিষয়ে জানান, গণশুনানিতে সকলেই তাদের সমস্যার কথা বলতে ও সমাধানের সহজ পথ খুঁজে পাবে। কাজ করতে কোনো দালাল ও সরকারি ফি বাদে অন্য কোন টাকা পয়সা লাগবে না।
উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ইউএনও জানান—সীমিত বাজেট, দক্ষ জনবলের ঘাটতি ও জনগণের সচেতনতার অভাব। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় চেষ্টা চলছে অংশীদারিত্বমূলক শাসন।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। যানজট কমাতে কয়েক দফা সফল অভিযান হয়েছে—এটা অব্যাহত থাকবে।
সবশেষে ইউএনও ফারজানা রহমান বলেন, সমন্বিতভাবে কাজ করতে পারলে আধুনিক ও পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ে তোলা সম্ভব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
বিআরইউ