নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৫, ০৪:২১ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, “একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এমন শহর বাস্তবায়ন সম্ভব নয়।”
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি সংগঠন ব্রাইটার্স ও ডিএনসিসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে ৫০০-র বেশি তরুণ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য ছিল তরুণ সমাজের মধ্যে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গড়ার বার্তা পৌঁছে দেওয়া।
প্রশাসক এজাজ বলেন, “ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু শহরের ভবিষ্যৎ নয়, বর্তমান নগর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও জানান, পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি এবং গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে।
ম্যারাথনে ৫ কিমি ও ৭.৫ কিমি—দুইটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ রোপণের প্রতিশ্রুতি দেওয়া হয়, যা নগরের সবুজায়নের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।
ব্রাইটার্স-এর পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতা ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করবে। তারা বিশ্বাস করেন, তরুণ প্রজন্মই পারে একটি মর্যাদাপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে।
ইএইচ