Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বরিশালে সাসটেইনেবল প্লানিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২৩, ২০২২, ০৮:৩০ পিএম


বরিশালে সাসটেইনেবল প্লানিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বরিশাল জেলা শিক্ষা অফিসারের আয়োজনে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সাসটেইনেবল প্লানিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে সংযুক্ত ছিলেন-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। 

জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন-জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পরিকল্পনা ও উন্নয়ন এবং প্রকাশ জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পর পরিচালক ড. একিউএম শফিউল আজম।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ ড. মোঃ এহতেসাম উল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।

 শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা সাসটেইনেবল প্লানিং প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে সাসটেইনেবল প্লানিং প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
 

Link copied!