Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

আমরা বর্জ্যকে সম্পদে পরিণত করব: খুলনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

জুলাই ৩, ২০২২, ০৬:৪০ পিএম


আমরা বর্জ্যকে সম্পদে পরিণত করব: খুলনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেছেন, আমরা এখন বর্জ্যকে সম্পদে পরিণত করব। বর্জ্য আর বর্জ্য থাকবে না। পরিবেশকে নিরাপদ রাখতে হলে বর্জ্যকে সম্পদ করতে হবে। সেই সম্পদেরই পাইলট কাজ হচ্ছে এখানে। এই প্রকল্প সারাদেশের জন্য অনুকরণীয় হতে পারে।

তিনি রোববার দুপুরে বটিয়াঘাটার মাথাভাঙায় থ্রি-আর পাইলট উদ্যোগ বাস্তবায়ন (ফেজ-১) শীর্ষক প্রকল্পের আওতায় খুলনায় কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ্য হতে তরল জ্বালানি উৎপাদন প্ল্যান্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এছাড়া অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম সহ খুলনা সিটি কর্পোরেশন ও প্রকল্পের অনন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

Link copied!