Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আখাউড়ায় হুন্ডির টাকাসহ ৩ পাসপোর্ট ধারী যাত্রী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২২, ০৫:০৭ পিএম


আখাউড়ায় হুন্ডির টাকাসহ ৩ পাসপোর্ট ধারী যাত্রী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হুন্ডির টাকা ও ভারতীয় বিভিন্ন প্রকার মালামালসহ ভারত ফেরত ৩ পাসপোর্ট ধারী বাংলাদেশী যাত্রীকে আটক করেছে স্থলবন্দরের আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

সোমবার (৮ আগস্ট) দুপুরে আখাউড়া স্থলবন্দরের কাস্টম অফিসের সামনে আখাউড়া-আগরতলা সড়কের সিএনজি স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর (৬০বিজিবির) আখাউড়া আইসিপির বিএসবি সদস্য শামীম উদ্দিনের তথ্য ও অংশগ্রহণে আইসিপি পোস্ট কমান্ডার এটিএম আব্দুল মমিন এর নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ২০২৩/৬ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  সেনারবাদী সিএনজি স্ট্যান্ড নামক স্থান থেকে বাংলাদেশী হুন্ডির টাকা ৬,০৭০০০ টাকা, ভারতীয় রুপি ২,৭০০ রুপি, ভারতীয় আই ফোন ০১ টি ৮০,০০০ টাকা, ভারতীয় ব্যবহারিক মোবাইল ফোন ০৩ টি ৬৫,০০০ টাকা, ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ২,৩৫,৫৮০ টাকাসহ ০৩ জন বাংলাদেশী পাসপোর্ট ধারী আসামী আটক করা হয়।যার সর্বমোট সিজার মূল্য= ৯,৯০,২৮০/-টাকা।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুরের মোঃ কামরুজ্জামান খান (৪৭) যার পাসপোর্ট নং,B 00005654 কুমিল্লার মোঃ মনিরুল হোসেন (৪২) যার পাসপোর্ট নং EF0878638, কিশোরগঞ্জের মোঃ আতিকুল ইসলাম (৩৬) যার পাসপোর্ট নং EA0557680 আখাউড়া আইসিপি ক্যাম্পের পোস্ট কমান্ডার এটিএম আব্দুল মমিন জানান, আটককৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হুন্ডির টাকা ও ভারতীয় মালামাল সহ আখাউড়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়া ধীন আছে।

কেএস 

Link copied!