ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঋণের ৬ লাখ টাকা চাইতে গেলে ‘অপহরণ’ মামলা, এলাকায় চাঞ্চল্য

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

আগস্ট ২, ২০২৫, ০৫:৫২ পিএম

ঋণের ৬ লাখ টাকা চাইতে গেলে ‘অপহরণ’ মামলা, এলাকায় চাঞ্চল্য

ঋণের টাকা ফেরত চাওয়ায় বিপরীতভাবে অপহরণের অভিযোগে মামলা, এ নিয়ে নীলফামারীর সদরের খোকশাবাড়ি ইউনিয়নের দোলা পাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দোলা পাড়ার মৃত হবিবর রহমানের ছেলে পরান ইসলাম একই এলাকার আপতার আলীর ছেলে মো. আবু বক্কর ছিদ্দিকের কাছে চাকরি দেওয়ার প্রলোভনে ৬ লাখ টাকা দেন। 

এ সময় ছিদ্দিক একটি তিনশ টাকার স্ট্যাম্প এবং একটি চেক পরান ইসলামের কাছে জামানত হিসেবে প্রদান করেন।

কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও চাকরির কোনো অগ্রগতি না দেখে পরান ইসলাম টাকা ফেরত চাইলে ছিদ্দিক নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে ছিদ্দিক নিজের স্ত্রী পিংকিকে অপহৃত দেখিয়ে পরান ইসলামের নামে নীলফামারী সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী পরান ইসলামের পরিবার জেলা রিপোর্টার্স ইউনিটিতে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে পরান ইসলাম বলেন, "ছিদ্দিকের স্ত্রী বর্তমানে তার বাবার বাড়ি বগুড়ায় অবস্থান করছেন। অথচ আমাকে মিথ্যা অপহরণ মামলায় ফাঁসানো হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক বিচার চাই।"

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে পিংকি আক্তার সাংবাদিকদের জানান, “আমার স্বামী আবু বক্কর ছিদ্দিক সম্পূর্ণ মিথ্যা একটি অপহরণ মামলা সাজিয়েছেন। আমি বর্তমানে আমার বাবার বাড়ি বগুড়ায় অবস্থান করছি। কেউ আমাকে অপহরণ করেনি।”

এ বিষয়ে ছিদ্দিকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি মন্তব্য না করে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

ইএইচ

Link copied!