হেলাল মজুমদার, ভেড়ামারা
আগস্ট ২, ২০২৫, ০৫:৪৮ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য এবং কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন দেয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা ভোটের কথা ভুলে গেছে। কিন্তু আজ আমরা বাহিরচর ইউনিয়নে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছি।"
সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নারী-পুরুষসহ দলীয় নেতাকর্মীরা পায়ে হেঁটে মিছিলসহকারে সম্মেলনস্থলে উপস্থিত হন।
দ্বিবার্ষিক এ সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম লাভলু মালিথা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুর রাজ্জাক।
সম্মেলনের উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট মাহমুদ তহিদুল ইসলাম আলম—আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি; সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
প্রধান বক্তা ছিলেন শাজাহান আলী—সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা বিএনপি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সভাপতি, ভেড়ামারা পৌর বিএনপি, শরিফুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক, ভেড়ামারা পৌর বিএনপি, মোস্তাক আহমেদ মিন্টু, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি, জানবার হোসেন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি ও চেয়ারম্যান, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ, নূর উদ্দিন (ভিপি নুরু), যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি, গোলাম মোস্তফা ইসাহাক, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি জাহিদুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি।
সম্মেলনের সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম বিশু, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি।
সঞ্চালনায় ছিলেন আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, বাহিরচর ইউনিয়ন বিএনপি ও সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইফুল ইসলাম রোকন, সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি ও সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদল।
সহযোগিতায় ছিলেন সোহেল রানা ভূঁইয়া বাবু ও নজরুল ইসলাম মধু মোল্লা, সদস্য, জেলা কৃষক দল।
সম্মেলন ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম লক্ষ্য করা যায়।
ইএইচ