Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সারাদেশে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৫, ২০২২, ০৩:৪৯ পিএম


সারাদেশে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সারাদেশে যথাযথ মর্যাদায় স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, বিশেষ প্রার্থনা, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

বরিশাল ব্যুরো: যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে  সোমবার সকাল ছয়টা হতে বেলা ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বর দলীয় কার্যলয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ এবং মহানগর আ’লীগের সভাপতি এ্যাড.একে এম জাহাঙ্গীর হোসাইন সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ। এদিকে সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও রেঞ্জ ডিআইজি, মেট্টোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।  বেলা ১২ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শোকর্যালি বের করা হয়। এছাড়াও দিনব্যাপী পবিত্র কুরআন তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, গণভোজের আয়োজন করা হয়েছে। আজ ১৫ আগস্ট দিনব্যাপী শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে পিআইডির আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হবে। অন্যদিকে জাতির পিতাকে স্মরণ এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা আয়োজন।

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় শোক দিবসে গভীর শোক ও শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে বাগেরহাটবাসী। দিনটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধুর মুড়ালের সামনে জেলার সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রথমেই ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। পরে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর মুড়ালে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ। এর পরে জেলা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক। এরপর একে একে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, সরকারি পিসি কলেজ, পিটিআই, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট প্রেসক্লাব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা মৎস্য অফিস, জেলা প্রানি সম্পদ অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা আওয়ামী লীগ, তাতীলীগসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে জাতির জনকের মুড়ালে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে দলীয় নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন শ্রেনি পেশার পাঁচ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এর আগে সকাল ৮ টায় রেল রোডস্হ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর মুড়াল ও প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া দিনটি উপলক্ষে বাগেরহাট জেলা কারাগার, সরকারি-বেসরকারি এতিমখানা, শিশু সদন ও হাসপাতালে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। মাদরাসা ও মসজিদে কোরআন খানি, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠি সরকারি কলেজে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সোমবার (১৫ আগস্ট) সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এরপর  কলেজ লাউঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আ. সালাম,দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা খানম,হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বজলুর রশিদ, বাংলা বিভাগের পভাষক প্রণয় বিশ্বাস।  এদিকে, বাদ যোহর কলেজ মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় সোমবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবিরসহ জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ জেলার অঙ্গসংগঠনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচীতে অংশ নেয়। এ সময় ১৫ আগস্টে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। পরে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এছাড়া জাতীয় শোক দিবসে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা শাখা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সকল মসজিদ ও মাদ্রাসায় বিশেষ মোনাজাত, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, কোরআন খতম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি পালিত হয়। এছাড়া শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ দিনটি উপলক্ষে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত করেছে। এ উপলক্ষে দুপুরে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পঙ্কজ কুমার সাহা প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, যুবলীগ নেতা আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারসহ অনেকে। স্থানীয় নাকোল ও কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ শোকসভা শেষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। সকালে উপজেলা প্রশাাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, শ্রীপুর সরকারি কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবক ও যুব মহিলাদের মাঝে চেক বিতরণ, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মদন কুমার রায়সহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে শ্রীপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন ও আলোচনা সভা মধ্যদিয়ে দিবসটি পালন করে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠণ। এছাড়াও বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে শ্রীপুর ভবনে গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের পাঁচ বারের নির্বাচিত প্রয়াত এমপি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর সহধর্মিণী মিসেস নাদিরা রহমত আলী। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন শাহীন, অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম, সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন জর্জ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুর রহমান, কেন্দ্রীয় তাঁতীলীগ নেতা রফিকুল ইসলাম ঢালীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। পরে মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে, দুপুর ১২ টায় শ্রীপুর পৌসভার মেয়র আনিছুর রহমান এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলের আয়োজনে মাওনা চৌরাস্তা ভাই ভাই সিটি কমপ্লেক্সের দোতলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা, বৃক্ষ রোপণ, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জতীয় পতাকা উত্তোলন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এসময় পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। পরিষদের মিলনায়তনে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, পিআইও মো. মতিউর রহমান প্রমুখ।  অপরদিকে একই স্থানে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. ওহাবের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, শেখ আ. মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান সুলতানা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, আক্তারুজ্জামান প্রমুখ। একইভাবে রামপাল সরকারি কলেজ, ভাগা সুন্দরবন মহিলা কলেজ, গিলাতলা আবুল কালাম কলেজ, রামপাল সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট ( সোমবার) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাসাইল উপজেলা প্রশাসনের পক্ষ হতে নানাবিধ কর্মসূচী গৃহীত হয়। সকাল ৯.৩০ মিনিটে  বাসাইল মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন ও বাসস্ট্যান্ডে  জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শোক দিবস স্মরণে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও যুবঋন বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, সহকারি কমিশনার ( ভূমি ) আরিফুন নাহার, ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ  সভাপতি  হাজী মতিয়ার রহমান গাউস, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান (আপেল), কাউলজানি ইউপি চেয়ারম্যান আতাউল গনি হাবিব প্রমুখ।  পরে সকাল ১০.০০ মিনিটে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের সাথে সংগতি পূর্ণ কবিতাপাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ-নাত, প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান , সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাদ্য পরিবেশন এবং ১৫ আগস্টে শাহাদত বরনকারী সকল শহিদের আত্মার মাগফেরাত এবং  জাতির  শান্তি ও অগ্রগতি কামনায় ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

চাঁদপুর প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে জাতীয় কর্মসূচির আলোকে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে নির্ধারিত কর্মসূচি পালন করা হয়।সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদের নেতৃত্বে জেলা পুলিশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ ওসমান গণি পাটওয়ারীর নেতৃত্বে জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, চাঁদপুর নৌ পুলিশ, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, চাঁদপুর প্রেসক্লাবসহ সরকারি বিভিন্ন দপ্তর ও পেশাজীবী সংগঠন।এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শোক র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।এরপর বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়েছে। দুপুর ১২টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, বাবুরহাটে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান (এমপি)-নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ-পুলিশ সুপার জায়েদুল আলম। সোমবার (১৫ আগষ্ট) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সরকারি বেসরকারি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্হরের জনগণ ফুলের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, স্হানীয় সরকারের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ তোফাজ্জল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি রহিমা আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদাউস প্রমূখ।  

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে শোক র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে ও কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মহাজনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তরজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কমান্ডার নূরুল আলম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আবু রায়হান। এতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আফরিন মুক্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সকল ইউপির চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে দিনভর নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ। সোমবার (১৫ আগস্ট) ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সরকারি যদুনাথ স্কুল মাঠ প্রাঙ্গনে শুরু হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, উপজেলা স্মারক ৭১ প্রাঙ্গনে পুস্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। নাগরপুর উপজেলা আ. লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী‍‍`র সঞ্চালনায় উল্লেখিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন-টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, সম্মানিত সদস্য এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সম্মানিত সদস্য কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, খুরশিদ আলম বাবুল, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ হামিদুর রহমান লালন, মোঃ হাশেম মিয়া, মোহাম্মদ শামীম খান, সাবেক উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিকুর রহমান,  মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম ও সদস্য ছানিয়ার হোসেন খান, সাবেক নাগরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা এস এম আনোয়ার হোসেন, নাগরপুর সাংবাদিক ঐক্যজোট আহ্বায়ক আজিজুল হক বাবু, সদস্য সচিব ইউসুফ হোসেন লেনিন সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও নেতাকর্মীরা।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, জাসদ সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকাল ৮ দলীয়  কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পতাকা উত্তোলন,  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, সামাজিক, রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে দলটির নেতা-কর্মীদের উদ্যোগে পৌরসভাসহ ইউনিয়নে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।

গাজীপুর প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্য পরিবেশ উদযাপনের অংশ হিসেবে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ বর্ডার গার্ড গাজীপুর  ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত স্থানীয় রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাওয়ালগড় ইউনিয়ন এলাকার দুই‍‍`শ গরীব দুঃস্ত এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ( চাউল, ডাল, তৈল, চিনি এবং আলু) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গাজীপুর ব্যাটেলিয়ন ( ৬৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ইব্রহীম ফারুক বিজিবিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরীর অসহায় এবং দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বিজিবি।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন পিএসসি জানান, সোমবার সকাল থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পত্নীতলা ব্যাটালিয়নে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উক্ত দিবসটি উদ্যাপন উপলক্ষে সদরের ৫১টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, চিনি ও আলু বিরতণ করা হয়েছে। এসময় বিতরণ অনুষ্ঠানে পত্নীতলা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মো. হামিদ উদ্দিন, পত্নীতলা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল্ ইসলাম এবং সহকারী পরিচালক মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।  

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হযেছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল ৭টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ নিজ নিজ প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানায়। দিনব্যাপী জেলা প্রশাসকের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৫ই আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন শেষে কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে মিলিত হয়ে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আহমেদুজ্জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক  আবদুল হালিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম (ঝাইটোন) প্রমুখ।অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে পালিন করেছেন। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মতিউর রহমান প্রমুখ।

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা,শোকর্ যালি, উপজেলা চত্ত্বরে ও মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে বঙ্গবন্ধুর মু্যরালে পুষ্পস্ত্মবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। এদিকে দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উন্মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনসী আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি এসএম আসিফুর রহমান বাপ্পি, এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান,নড়াইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না,মোঃ ওবায়দুর রহমান বিপস্নব, লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ আশরাফুল আলম, সাধারণ সস্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার নজরম্নল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।  

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতির পিতা ও বঙ্গমাতাসহ পরিবারের শহীদ সদস্যদের স্মরণে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথমে বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) মাননীয় সংসদ উপনেতা বাংলাদেশ জাতীয় সংসদ এর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সালথা থানা প্রশাসন, উপজেলা কৃষি অফিস, সালথা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, উপজেলা অফিসার্স ক্লাব, সালথা সরকারি কলেজ, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সাব-রেজীস্ট্রার ও দলিল লেখক সমিতি, পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ সাদিক, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। তিনি আরও বলেন পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান মোস্তফা কামাল।

রাঙ্গামাটি প্রতিনিধি: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি পালন করেছে রাঙ্গামাটি জেলাবাসী। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। আর দিবসটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে।  সকালে রাঙ্গামাটি বঙ্গবন্ধু মুর্যালে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিস, রাঙ্গামাটি মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে সূর্য উদয় ক্ষণে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোজাত ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: পাংশা জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। সেই বঙ্গবন্ধুর ৪৭ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে (১৫ আগস্ট) সোমবার সকাল ৯টায় পাংশা উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাংশা উপজেলা প্রশাসন, পাংশা মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা প্রেসক্লাব সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, সিনিয়র পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসনাত আল মতিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস সহ প্রমূখ। আলোচনা শেষে, বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। পরে যুব ঋণ প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে যথাযথ মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। বঙ্গবন্ধুর বিদেহী আত্নার শান্তি কামনায় বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনাসহ কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা  ও পৌর আওয়ামী লীগ দিনটিকে ঘিরে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা অংশ নেন পৌর মেয়র ইফতার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা মোঃ সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম মোস্তুফা, ভৈরব উপজেলা পরিষদের  মহিলা  ভাইস চেয়ারম্যান মানোয়ারা বেগম, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহম্মেদ প্রমূখ । ছাড়াও আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনেরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন,কালোব্যাজ ধারন কোরআন খতম, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। পরে বেলা সাড়ে ১১ টায় ভৈরব সরকারি কেবি মডেল হাই স্কুল মাঠে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বেলা ১২টায় স্মরণসভা শেষে একই স্থানে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ১১ টা ৩০ মিনিটে  উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপজেলার বিআরডিপি হলরুমে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এর আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড, আব্দুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাইকুরাটি ইউনিয়নে  আওয়ামী লীগ মনোনিত নৌকার চেয়ারম্যান ও সাবেক উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম এম এ রেজা পহেল, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ মনজুরুল হক, সদস্য এনমুল হক,মুশফিকুর রহমান মানিক, নুরুল হুদা মুকুল,মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আলি আকবর, লুৎফর রহমান উজ্জ্বল, উপজেলা যুবলীগ নেতা তপন চৌধুরী, দোলামিয়া, সৈয়দ সুজন মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোকন উজ্জামান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামীন খান, পিয়াম তালুকদার প্রমূখ। এ সময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। সোমবার ১৫ আগস্ট  সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের স্বাধীনতা ফ্রিডম স্কোয়ারে জাতীর পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উপজেলা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মাটিরাঙ্গা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্থবক অর্পণ করা হয়। পুষ্পস্থবক অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোসলেম উদ্দিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: সাজ্জাদ মাহমুদ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মে: আবুল হাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মে: ওবায়দুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো:আমান উল্ল্যা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা জি এম আলমগীর হোসেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো:হারুন মিয়া প্রমূখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের  ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মো: হারুন উর রশীদ। আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক তুলেদেন অতিথিরা।

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় জয়পুরহাটের কালাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে এ দিনটি পালন করা হয়। তবে চলমান মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে সোমবার দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে-সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বাঙালি জাতির জনক ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এবং উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদারসহ কালাই পৌরসভা, উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, কালাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ দেশ এবং জাতির উদ্দেশ্যে এক দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম রওশন আলমের সঞ্চালনায় উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা অফিসার ইনচাজ এস.এম মঈনুদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পী সংঘ শিল্পীদের অংশগ্রহণে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ১৫ আগস্টে বাঙালি জাতি ও বাংলাকে কলঙ্কিত করা হয়েছে। এই কলঙ্কের দায় থেকে আমাদের মুক্ত হতে হবে। বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তাদের এবং তাদের  এদেশীয় ও আন্তর্জাতিক দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে  আসা হোক, এবারের শোক দিবসের ব্রত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে কথাগুলো বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করতে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপাচার্যের নেতৃত্বে শোক র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অপরদিকে দিবসটি যথাযথ মর্যাদায় আলাদা আলাদা ভাবে পালন করেছে শাহজাদপুর উপজেলা প্রশাসন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিরাই প্রতিনিধি: যথাযোগ্য মর্যদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিরাইয়ে জাতীয় শোকদিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন সকালে বঙ্গবন্ধুর প্রতৃকিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ সহ বিভিন্ন শ্রনিপেশার জনগন। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের দুপক্ষ পৃথকভাবে শোক দিবস পালন করে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক প্রদীপ বলয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালী শেষে উপজেলা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, সহসভাপতি সিরাজ দৌলা, সাধারণ সম্পাদক প্রদীপ রায় সহ তাদের বলয়ের যুবলীগ, ছাত্র লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া বলয় পুষ্প স্তবক অর্পন শেষে দিরাই পুরান বাজার লঞ্চ ঘাট সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় সহ তাদের বলয়ের যুবলীগ ছাত্রলীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের শাহাদত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন কীর্তির উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক পেট্রোল বাংলা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন মনসুর। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, সহ-সভাপতি, নজরুল ইসলাম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, শাহিনুর ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (ভারপ্রাপ্ত), মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মোনয়ারা খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি, যুব মহিলা লীগের সভাপতি সাংবাদিক শায়লা পারভীন, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমূখ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সূযোর্দয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ ইয়াশিন আলী শাহ্। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল, মাওলানা মোঃ মুনিরুল ইসলামসহ অন্যরা। এছাড়া ভোলাহাট আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেন।

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ বঙ্গবন্ধু‍‍`র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‍্যালি, আলোচনা সভা মাধ্যমে দিবসটি পালন করে। জানা গেছে, ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের পক্ষথেকে চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষথেকে নির্বাহী অফিসার লুবনা শারমিন,সহকারি কমিশনার ভূমি মনোনীতা দাস, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের পক্ষথেকে  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক উদ্দিন আহম্মেদ, তাড়াইল থানার পক্ষথেকে অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.গোলাম মোস্তফার নেতৃত্বে দুপুর ১২ টার দিকে একটি শোক র‍্যালি বের হয়। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঁইয়া মোতাহার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলামের নেতৃত্বে দুপুর ২ টার দিকে শোক র‍্যালি বের হয়।শোক র‍্যালি শেষে পৃথক পৃথক ভাবে আলোচনা সভায় মিলিত হয়। অপরদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাইয়ের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। সকালে উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা সূচনা। এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নিরবতা পালন ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন ও উপজেলার ৯ জন ভিক্ষুকের মাঝে ৯টি গোবাদি পশু প্রদান করা হয়। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি। এছাড়াও উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, ওসি মো. আব্দুল মতিনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। শুধু বাংলাদেশে নয়, দুনিয়াজুড়ে ভয়ংকর এক বিষাদের দিন। ইতিহাসের জঘন্যতম ও নৃশংসতম হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এদিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। সেই রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে অকুতোভয় বঙ্গবন্ধু ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়েও করেছিলেন প্রতিবাদ। কিন্তু ঘাতকদের নির্মম বুলেট থামিয়ে দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্বপ্ন। আজ ১৫ আগস্ট ৪৭তম জাতীয় শোক দিবসে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মদন উপজেলার সর্বস্তরের মানুষ।আজ সোমবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মদন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মদন  থানা, উপজেলা যুবগীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,অফিসার্স ক্লাব, আনসার ভিডিপিসহ রাজনৈতিক, সামাজিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর ১৫ আগস্টে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (আজ) সকাল দশটায় পবিত্র কুরআন ও গীতা পাঠ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণেী মধ্য দিয়ে দিবসটি কার্যক্রম শুরু হয়। পরে বঙ্গবন্ধু সম্পর্কে অত্র স্কুলের সকল ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অত্র স্কুল সভাপতি আঃ হামিদ, প্রধান শিক্ষক ফজলুর রহমান, অভিভাবক মশিউর রহমান ছাড়াও অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। 

ফেনী প্রতিনিধি: ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটির শুরুতে সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। একই সময়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. রফিক উস ছালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পৃথকভাবে পুষ্পস্তক অর্পণ করেন। এরপর একে একে বিভিন্ন ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পৌরসভা প্রাঙ্গন, ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার, সদর হাসপাতাল মোড়, মহিপাল ফ্লাইওভার, রেলষ্টেশনে গরীব ও দুস্থদের মাঝে কাঙ্গালীভোজ বিতরণ করা হয়।  জেলার ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচিতে দিবসটি পৃথকভাবে পালন করা হয়।

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসন ও দলীয় আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,  ৭৫‍‍`এ যারা জাতির জনক বঙ্গুবন্ধুকে হত্যা করেছে সেই ঘাতকরা এবং তাদের উত্তর সুরীরা আজও ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যে সকাল ০৮ টায় উপজেলার করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,পতাকা উত্তোলন, প্রতিবন্ধিদের হুইল চেয়ার প্রদান,বৃক্ষ রোপন,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষ বঙ্গুবন্ধু সহ যারা শহীদ হয়েছেন তাঁদের আত্বার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত, শোক  ও আলোচনা সভার মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন শরীয়তপুর ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি। এই উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ,গোসাইরহাট পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা পরিষদ হলরুমে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি। সভায় আরো উপস্থিত ছিলেন-সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হাফিজুর রহমান,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহমেদ বাচ্চু সৈয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান সিকদার, উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেওয়ান মো. শাহজাহান,  গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমদাদ হোসেন বাবলু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেওয়ান আজমল হোসেন নয়নসহ, ইউপি চেয়ারম্যান, সরকারী বেসরকারী কর্মকর্তা ও কর্মচারী, পৌর কাউন্সিলর, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনও সাংবাদিক বৃন্দ প্রমুখ। এরপর আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও উপজেলা পরিষদ কার্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ আগস্ট সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুওয়ানুল ইসলাম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয়  দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল ১১ টা উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পোদ্দার মার্কেটে  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মিয়া দুলাল, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, আওয়ামী লীগের অন্যতম সদস্য আহামদ আলী পোদ্দার রতন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া সহ আরো অনেকে। অপরদিকে বাংলাদেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহনুর আলমে আয়োজনে  মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার মাদ্রাসার সহ সুপার হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের ঘাতকরা ১৫ই আগস্ট নির্মম ভাবে হত্যা করে। ১৫ই আগস্ট বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন, সারা বাংলাদেশে জাতীয় ভাবে আজকের এই দিনটি পালিত হচ্ছে। ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বেলকুচি পৌরসভায় দিন ব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মন্তাজ প্রামানিক, খোদাবক্স মৃধা, জুলমাত প্রামাণিক, বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর কাউন্সিলর তারেক সরকার, শহিদুল ইসলাম, ফজলুর রহমান ফজল, মোন্নাফ মোল্লা, ইসমাইল প্রামানিক, জুলফিকার শিপন, স্বরনা খাতুন, শাপলা বেগম, ঊষা বেগম, বেলকুচি পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৮.৩০ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জাতীর পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, খোকসা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা অনলাইন প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্থবক অর্পণ করা হয়। পুষ্পস্থবক অর্পণ করেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সহকারী ভূমি কর্মকর্তা ইসাক হক আলি, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ৭ নং গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন সহ সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুষ্পস্থবক অর্পণ শেষে খোকসার সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা কুমারখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ এমপি, বিশেষ অতিথি বাবুল আক্তার, আল মাসুম মোরশেদ শান্ত, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও দুপুরে গণভোজ হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলা মুক্তির মে সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া, আলোচনা সভা ও যুব ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ, উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আ.লীগের সভাপতি শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্তসহ দলীয় নেতাকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

টাঙ্গাইল প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টাঙ্গাইলে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। প্রথমে  জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার  মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সকাল ৯ টায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গন্ধুর প্রতিকৃতিত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি জানান। সকাল ১০ টায় পৌরউদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রসাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। মুখ্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। বরেণ্য অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীক ও খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি: কবিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, কবিরহাট থানা পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা র্নিবাহী অফিসার ফাতিমা সুলতানা ও কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও সরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে যথাযত মর্যাদায় দিবসটি পালন করা হয়।  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নোয়াখালী পৌরসভা,জেলা আওয়ামীলীগ উপজেলা প্রশাসন,  জন স্বাস্থ্য প্রকৌশল, স্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, এলজিইডি,গণপূর্তসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়াও জেলার সকল উপজেলা গুলোতেও যথাযত মর্যাদায়  দিবসটি পালন করা হয়।  

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের ম্যুরালের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ বিভাগ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেছাসেবক লীগ, ছাত্রলীগ, উপজেলা স্বাস্য কমপ্লেক্স, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রেসক্লাব রাজারহাট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ওসি মো: রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনী, আওয়ামী লীগ নেতা চাষী আব্দুস ছালাম মাষ্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মাহফুজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মন্ডল, ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম, যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিক, উপজলা আওয়ামী লীগের কার্যালয়ে আলাচনা সভা, দোয়া মাহ্ফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন-লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড, মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, জেলা আওয়ামী লীগের সিনিঃসহ-সভাপতি সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক তপন, জেলা যুবলীগের সভাপতি মোরল হুমায়ুন কবির, জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সখীপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‍্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর গান প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, অধ্যাপিকা মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য দেন।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সখীপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‍্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর গান প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরুমে ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, অধ্যাপিকা মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য দেন। এছাড়াও সাব-রেজিস্ট্রি কার্যালয় ও উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের বঙ্গবন্ধু বটমঞ্চে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন মোঃ আলী আকবরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব ও সকল শহিদদের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট (সোমবার) দুপুর আলোচনা সভা ও দোয়া মাহফিল, কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহ্রাব উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন মোঃ আলী আকবর ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর ইসলামিয়া মাদরাসা মুহতামিম মুফতি আবু বকর আল-হাবিবী। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার সকালে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, এমপি আঞ্জুম সুলতানা সীমা, সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা পরিষদের প্রশাসক আবু তাহের, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফারুক আহমেদ পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ড. শফিকুল ইসলাম, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এদিন কুমিল্লা দক্ষিণ-উত্তর জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথক কর্মসূচি পালন করে। দুপুরে নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি’র সভাপতিত্বে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার বেলা ১০ টায় উপজেলা আ.লীগ আয়োজনে উপজেলা সদরের বাসস্ট্যান্ড হতে নজিপুর পৌর শহরের বিভিন্ন সড়ক একটি শোক র‌্যালি প্রদক্ষিণ করে। এরপর সরদারপাড়া মোড়ে অবস্থিত মুজিব চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার। এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা প্রমুখ। উক্ত র‌্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত আ.লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা অংশ নেন।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় শোক দিবস পালনে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ সোমবার (১৫ আগস্ট) শোক দিবসের আলোচনা ও দোয়া শেষে উপজেলা পরিষদ পাবলিক হলে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুরা হলো: জাতীয় পতাকা অংকনে ওয়াহিব ইরাম, শ্রেয়সী বসাক, আস্থা (ক-গ্রুপে), বঙ্গবন্ধুর ছবি অংকনে মোঃ ইফতে সামনূর জাহিদ, ইফতি, সাদমান সাকিব (খ-গ্রুপে), হামদ নাতে মাহজাবিন ফেরদোউস অপ্সরা, জান্নাত আরা, সাবিহা জাহিদ (ক-গ্রুপে), দেশাত্ববোধক গানে শাহিন মিয়া, মাহজাবিন ফেরদৌস অপ্সরা, পৃথিলা সরকার (খ-গ্রুপে), কবিতা আবৃত্তিতে শ্রেষ্ঠাশ্বরী দাস,আতিয়া ফাইরোজ (ক-গ্রুপে), জান্নাতুল ফেরদৌস প্রীতি, প্রত্যয় কুমার দাস, আফনান আদ্রিত (খ-গ্রুপে), উপস্থিত বক্তৃতায় যারিন সোবাহ পৌসী, মাহিন উর রশিদ, মাহদী হাসান (ক-গ্রুপে), মালিহা তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস প্রীতি(খ-গ্রুপে),রচনা প্রতিযোগিতায় যারিন সোবাহ পৌসী, তাহসিন সরকার অর্পণ, খাদিজাতুল সাদিয়া (ক-গ্রুপে), প্রত্যয় কুমার দাস তাশদিয়া হাক্কাত তায়িবা, সুবর্ণা আক্তার শশী (খ-গ্রুপে) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, আওয়ামী-লীগ নেতা ম নুরুল ইসলাম, শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলার সকল কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। এছাড়াও গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় দিবস খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে জাতিরজনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এস.এম সিরাজদ্দৌলাহ সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে শফিকুন নূর মওলা বীর প্রতীক মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বে এবং মাস্টার নাসির উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সালামত উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী, সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগরের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মনির হোসেন মন্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান তুলা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন দেওয়ান সহ গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও কাশিমপুর থানা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে দুস্ত অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে। চারটির মধ্যে দুইটি ইউনিয়ন পরিষদে নিয়ম লঙ্ঘন করে একই দন্ডে কালো পতাকার নিচে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। অন্য দুটিতে আলাদা দন্ডে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হলেও মানা হয়নি পতাকা উত্তোলনের নিয়ম। নিয়ম অনুযায়ী, জাতীয় পতাকা ও কালো পতাকা আলাদা দন্ডে উত্তোলন করতে হবে। জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সেক্ষেত্রে যে দন্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে তার উপরিভাগ থেকে পতাকার প্রস্থের সমান নিচে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এসব কোন নিয়মই মানা হয়নি উপজেলার গালা, চালা, বয়ড়া ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে। সোমবার (১৫ আগস্ট) সকালে সরজমিনে দেখা যায়, জাতীয় শোক দিবসে উপজেলার গালা ইউনিয়ন পরিষদে একই দন্ডে কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দন্ডের উপরে কালো পতাকা এবং তার ৩-৪ হাত নিচে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। যা জাতীয় পতাকা উত্তোলনের নিয়মের লঙ্ঘন। চালা ইউনিয়ন পরিষদেও একই চিত্র দেখা যায়। সেখানেও নিয়ম ভেঙে একই দন্ডে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। অপরদিকে বয়ড়া ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে আলাদা দন্ডে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হলেও মানা হয়নি পতাকা অর্ধনমিত রাখার নিয়ম। দন্ডের মাঝামাঝি উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা। এ ব্যাপারে বয়ড়া ইউপি চেয়ারম্যান ফরিদুর রহমান জানান, এ বিষয়ে আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা (লাভলু) বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। জানার পরে সঠিক নিয়মে পতাকা উত্তোলন করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। গালা ইউপি চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস বলেন, পতাকা উত্তোলনের  বিষয়টি আমাদের ভুল হয়েছে। আমি জানার পর সঠিক নিয়মে পতাকা উত্তোলন করা হয়েছে। তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা  বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। সোমবার ১৫ আগস্ট সকাল-১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিস উজ জামান আনিস,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। পরে জেলা আওয়ামীগের উদ্দ্যেগে আলোচনাসভা ,দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের উদ্দোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে ও সদর- গজারিয়া উপজেলার প্রতিটি এলাকায় দোয়া ও মিলাদের আয়োজন করা এছাড়াও জেলার বিভিন্ন স্থানে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংঙ্গসংগঠন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে নানান কর্মসূচি পালন করেন।

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচিতে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস-২০২২। দিবসটি উপলক্ষে মধ্যরাতে জাতির পিতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। উপজেলা প্রশাসন গ্রহন করেছে বিভিন্ন কমৃসূচি তার মধ্যে ছিল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা, কোরান খতম, মিলাদ মাহফিল। কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মেজর অব: আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো: ওমর ফারুক, প্রবীণ রাজনীতিবীদ ড: আশ্রাফ আলী চৌধুরী সারু,  শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা আওয়ামী লীগ বের করে শোক র‌্যালী। র‌্যালিটি পৌর আলেক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বুড়িচং এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, যুব ঋণের চেক বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আখলাক হায়দার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার সকল বিভাগের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। আওয়ামী লীগ বুড়িচং উপজেলা আওয়ামী লীগ রেলি, মিলাদ মাহফিল,পুষ্পস্তবক অর্পণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা -৫আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোনার বাংলা কলেজ: কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ সেলিম রেজা সৌরভের সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ: অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। ২নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ: সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান আব্দুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করে। আনন্দ সমাজ উন্নয়ন সংস্থা ও আলোকিত যুব উন্নয়ন সংস্থা: উভয় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: চিত্রাঙ্গণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নূর এর সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার,এস এমন জাহের, মোঃ সহিদুল ইসলাম মাষ্টার, কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া উপজেলার সকল স্কুল, কলেজ, রাজনৈতিক,সামাজিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ বিষয়ক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় আরও বক্তব্য রাখেন, ডোমারের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী প্রমূখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ, শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ান (৪৬ বিজিবি) এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কুলাউড়ায় গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবি’র অধিনায়ক ল্যা: কর্ণেল মিজানুর রহমান সিকদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদান মো: সেলিম। পরে বিজিবি’র মেজর ডা: তানভীরের নেতৃত্বে একদল চিকিৎসক নিব্যাপী ৫০০ জন লোককে বিনামূল্যে চিকিৎসা নেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এদিকে সোমবার বিকেলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবি’র ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলার চাতলাপুর বিওপি’র সীমান্তবর্তী এলাকার ১০০টি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে যুবলীগ। সোমবার বিকেলে উপজেলা শহরের সাথীর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ, আবুল কাশেম বাবলু, প্রান্তিক দাস পুটু, আবুল খায়ের খাইরুল, শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম গাজী, শফিকুল ইসলাম ইলিয়াস, হুমায়ুন কবির, লুৎফুর রহমান শাহীন, দীপু চৌধুরী, হালিম মীরা, তৌহিদ গাজী, লিটন হোসেন জামাল, আবুল কালাম আজাদ (কালু), মনির চৌধুরী, রাসেল খলিফা, অমল দাস, জামাল হোসেন খান, আব্দুর রাজ্জাক নান্নু, জালাল খলিফা, রাম বাড়ৈ, স্বপন শীল প্রমুখ। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম সাহাদাৎ বার্ষিকীতে ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল ও দুস্থ্যদের মাঝে খাবার বিরতণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু সেনাপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম। সোমবার (১৫ আগস্ট) বিকালে  উপজেলার বল্লভদী ইউনিয়নের নিজ বাড়ি সোনাতন্দীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেজর (অবঃ) হালিমের নিজ উদ্যোগে এই দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, হাজী শফিকুর রহমান মিলন মিয়া, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), রামকান্তুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, যুবলীগ নেতা রাসেল খাঁন প্রমূখ।

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে পূবাইলে মিলাদ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। সোমবার ১৫ ই আগস্ট বিকেলে ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এর উদ্যোগে আওয়ামী লীগের শোক দিবস অনুষ্ঠানের অংশ হিসাব পূবাইল থানাধীন চামুড্ডা বাজার প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোক দিবস অনুষ্ঠানে নাসির উদ্দিন কাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।হোসনেয়ারা সিদ্দিকী (জুলি), মহিলা বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ।জ্যোৎস্না বেগম,মহিলা কাউন্সিলর ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আওয়ালী লীগ নেতা হাজী মোহাম্মদ আলী, রহম আলী খন্দকার। এম ফজলুল হক মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ। এ্যাডঃ শহিদুল্লাহ, যুগ্ন আহ্বায়ক ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ। রাজিবুল হাসান রাজীব আহ্বায়ক সদস্য, গাজীপুর মহানগর যুবলীগ। বজলুর রহমান বাছির, সাবেক কাউন্সিলর, ৪১নং ওয়ার্ড। কায়সার হোসেন কাজল বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লেখক টঙ্গী সাবরেজিস্টার অফিস। হোসাইনুর রহমান রুবেল মাস্টার।সঞ্চালনায় ছোলেমান মোল্লা, সদস্য সচিব ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ।

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘরে প্রেরণা ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দিবসের শুরুতে শ্রদ্ধা নিবেদন করেণ রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, এর পরেই পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখাসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকেও পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। অপরদিকে সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের আহার রেস্টুরেন্টের সামনে আলোচনা সভার আয়োজন করে সদর থানা যুবলীগ ও জেলা জাতীয় শ্রমিক লীগ। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দিতে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান। উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বক্তব্য রাখেন চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, এসি ল্যান্ড ফারজানা আক্তার ববি, অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরবতা পালন, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সকাল ১০টায় কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রুহুল আমিনের নেতৃত্বে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উত্তর জেলা আ.লীগ। পরে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, উত্তর জেলা মহিলা যুবলীগ, মুরাদনগর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি শোক র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রঙ্গণে আলোচনা সভা ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রুহুল আমিন। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ও যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, সদস্য রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ তমাল, ভিপি জাকির হোসেন, আফজালুর নেছা বাসেত, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক গোলাম সারওয়ার হাসান চিনু, উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক পার্থ সারথী দত্ত, মুরাদনগর সদর ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী, কুমিল্লা উত্তর জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাহিদা আক্তার সাকি, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ বেগম, কুলসুম আক্তার মিতু প্রমূখ।

লক্ষ্মীপুর প্রতিনিধি: শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করেন জেলাবাসী। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। পরে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানসহ  বিনম্র শ্রদ্ধা জানান জেলার রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের মানুষ। এসময় লক্ষ্মীপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এরআগে সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে জেলাব্যাপী প্রশাসন ও আওয়ামীলীগের পক্ষ থেকে আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগের রক্তদান কর্মসূচি, বিশেষ দোয়া ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

সন্দ্বীপ প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে সন্দ্বীপে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সন্দ্বীপ থানা, উপজেলা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা ও কাঙালী ভোজের আয়োজন করে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করে, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রসাশন, সন্দ্বীপ থানা, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডা কাউন্সিল, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ, সন্দ্বীপ উপজেলা জাতীয় শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, কৃষক লীগ,  যুব মহিলা লীগ, তাতীলীগ, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিকলীগ, বাউরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, কালাপানিয়া ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখা, সহ বিভিন্ন সংগঠন। উপজেলা প্রশাসন: পুষ্পস্তবক অর্পন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহাজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা ,  ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সহকারি কমিশনার (ভূমি) মাইনউদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদের কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহাজাহান, সহকারী কমিশনার (ভূমি) মইনউদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার মাজহারুল ইসলাম, সন্দ্বীপ  থানার অফিসার ইনচার্জ (ওসি) বশির আহম্মদ খান। আলোচনা সভা শেষে সন্দ্বীপ  শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলার কবি আবদুল  হাকিম পাবলিক অডিটরিয়ামে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহাজাহানের  সভাপতিত্বে ও প্রচার  সম্পাদক মিজানুর রহমানের  সঞ্চালনায়  বক্তব্য রাখেন  উপস্থিত ছিলেন, সহ সভাপতি আলাউদ্দীন বেদন, যুগ্ম সাধারণ জামিল ফরহাদ, উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন প্রমুখ। সন্দ্বীপ পৌরসভা: পৌরসভা কার্যালয়ে  আলোচনা সভা দোয়া মাহফিল খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিমে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এছাড়া ও উপজেলার বিভিন্ন স্হানে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অফিসে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় ও কালো পতাকা উত্তলন করা হয়।

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ১২ টায় উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড,মোঃ গোলাম কিবরিয়ার হাসপাতাল রোডের ব্যাক্তিগত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। এড,মোঃ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ প্রার্থী, তার প্যানেলের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ও বর্তমান  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  দেনিয়ার হোসেন খান পাঠানের নেতৃত্বে যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের এক আংশের নেত্রীবৃন্দ এর আয়োজন করে। এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান, শ্রমিকলীগের সহ সভাপতি এনামুল হক জুহা,বিশিষ্ট ব্যাবসাহী আফজাল পি কে প্রমুখ। এ সময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। সোমবার (১৫ আগস্ট) এ উপলক্ষ্যে সরকারি বে-সরকারি অফিস শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, সাবেক সাংগঠনিক ওবায়দুল হক। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো.মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, পৌর মেয়র আবু নাঈম মো.বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, থানা প্রশাসন, সরকারি ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিষ্ট্রার ও দলিল লেখক সমিতি, জোনাল অফিস পল্লী বিদ্যুৎ, এনজিও, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। এদিকে, সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশানের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অপর দিকে, বেলা ১১ টায় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে ঋণ বিতরণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গাছের চারা রোপন করা হয়। এছাড়াও কেন্দ্রীয় সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও তার ভাই সমাজসেবক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পক্ষ থেকে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সময় সিংগাইর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে শোক দিবস পালন ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

থানচি (বান্দরবান) প্রতিনিধি: সারা দেশের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বান্দরবান থানচিতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বলিপাড়া জোন দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার ১৫ আগস্ট সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন গুলো। দিবসটি উপলক্ষে বলিপাড়া জোন দিন ব্যাপী বিনামূল্যে গরীব অসহায়দের চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিসহ বিকালে বলিপাড়া ইউনিয়নের দু‍‍`শত গরীব অসহায়দের মাঝে চাল, ডাল, তেল ও চিনি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, বলিপাড়া জোন অধিনায়ক, লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া বিষয়ক সদস্য, বাশৈচিং চৌধুরী, বলিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য অংসিংম্যা মারমা, মেডিক্যাল অফিসার  মেজর ডাঃ সাকিব ও জোন এনসিও মুরাদ প্রমুখ। এ সময় অতিথিদের বক্তব্যের বলেন, বঙ্গবন্ধু খুনিদের দেশের ফিরিয়ে এনে দ্রুত বিচার করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাফিরাত কামনা করা হয়।

রূপসা (খুলনা) প্রতিনিধি: খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করা হয় বাংলাদেশ থেকে গণতন্ত্র মুছে ফেলার জন্য। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পর দেশের অর্থনৈতিক মেরুদন্ডকে পুনরুদ্ধারের জন্য যখন কাজ করে চলেছেন ঠিক সেই মুহূর্তে বিপথগামী সেনা সদস্যরা তার পরিবারকে সমূলে হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে তারা চেয়েছিল বাংলাদেশকে আবারো পাকিস্তানের হাতে তুলে দিতে কিন্তু মহান আল্লাহতালার কৃপায় জাতির জনকের দুই কন্যা দেশের বাইরে থাকায় তাদের নীল নকশা বাস্তবায়িত হয়নি। সোমবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এমপি সালাম মুর্শেদী বলেন, বঙ্গকন্যা শেখ হাসিনা আজ সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন। দেশ আজ বিশ্বের মানচিত্রে অবস্থান নিয়েছে কিন্তু আজ ৫০ বছর পরও আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কয়েকবার অপচেষ্টা করা হয়েছে। এদেশের বিপথগামী কুচক্রীমহলরা চায়না বাংলাদেশ বিশ্বের বুকে অবস্থান গ্রহণ করুক। তাইতো তারা একের পর এক নীল নকশা তৈরি করে ষড়যন্ত্রের বেড়াজালে বাংলাদেশকে আবদ্ধ করতে চাচ্ছে। তাদের সেই অপকর্মের কারণে দেশের মানুষ পরপর নির্বাচনে সঠিক জবাব দিয়েছে। জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, রুপসা থানার অবিচার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা মদন কুমার দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল হালিম, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউ সি সি এ চেয়ারম্যান সুশীল কুমার পাল, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্লা।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকালে স্থানীয় মডেল স্কুল মোড়ে শহীদ স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান প্রমূখ। আলোচনা সভার পূর্বে এমপি সেলিমের নেতৃত্বে একটি শোক র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন। অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল মালেক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হারুন অর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মহসীন আলী প্রমূখ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীর মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) জাতিয় শোক দিবসে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা দুধলমৌ একিউএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোসাঃ ইশরাত জাহান, সিনিয়র শিক্ষক মোঃ মোশাররফ হোসেন হাওলাদার, সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন প্রমূখ। সকাল ১১ টায় ১০৬ নং দুধলমৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটি সভাপতি দানিসুর রহমান লিমন, প্রধান শিক্ষক মোসাঃ নুরুন্নাহার বেগম, ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হাওলাদার উপস্থিত ছিলেন। দুধলমৌ নিন্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মজিদ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দীন বিশ্বাস, জাপা নেতা বাবুল হাওলাদার প্রমূখ।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় ৪৭তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে  জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসস সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড শওকত আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আ.লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা ছাত্রলীগ  সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন,সাধারন সম্পাদক অনিক তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারন সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম ছিদ্দিকী স্বপন। এছাড়া বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে স্কুল, কলেজ ও মাদরাসায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: স্বাধীনতা মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পিরোজপুরের ইন্দুরকানী আওয়ামী লীগের পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। সোমবার বিকালে উপজলো হলরুমে আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম ও বজলুর রহমান মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তাব্য রাখেন পিরোজপুর জেলা আ.লীগের সভাপতি ও সাবেক পিরোজপুর-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল। এছাড়াও বক্তাব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড এম এ হাকিম হাওলাদার,যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.কানাই লাল বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ,মোঃ জিয়াউল হাসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, উপজেললা আ.লীগের সিনিয়র সহসভাপতি মাহামুদুল হক দুলাল, আওয়ামী লীগের সভানেত্রি দিলরুবা মিলন নাহার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী প্রমুখ। এদিকে সকালে বিদ্রোহী গ্রুপ পুরাতন আ.লীগের কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তাব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার রায়, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন, আ.লীগ নেতা শান্তী জোমাদ্দার, বন্দর যুবলীগের সাধারন সম্পাদন কামরুজ্জামান তুহিন, ছাত্রলীগ নেতা সানাউল্লাহ, সানজিদ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যে নেতা জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না, যে নেতা জন্ম না হলে বাংলদেশ আ.লীগ জন্ম হত না। এ দেশ একটি স্বাধীন দেশ। বঙ্গবন্ধু পরিবার যারা হত্যা করেছে, তারা এ দেশে মাটিতে বিচার  হয়েছে এবং যারা পালিয়ে রহিয়াছে তাদেরও এ দেশের মাটিতে বিচার হবে । বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে বঙ্গবন্ধুর সপ্নকে বাস্তবায়ন করার লক্ষে তার কন্যা দেশরত্মা শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশ একটি মধ্যম আয়ের রুপান্তরিত হয়েছে। 

Link copied!