Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২২, ১২:৫৬ পিএম


সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।

নিহত মিনহাজ দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

নিখোঁজ দুই যুবক হলেন- একই ইউনিয়নের খানপুর খুদিহারা গ্রামের লতিফুল ইসলামের ছেলে এমতাজুল (৩০) ও একই ইউনিয়নের ভিতরপাড়া গ্রামের সালমানের ছেলে সাগর (২০)।

কেউ কেউ বলছেন, তারা দু’জন গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এর সত্যতা মিলেনি এখনো।

বুধবার রাত পৌনে ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মিনহাজের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এবং ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।

এলাকাবাসী জানান, সীমান্তে বিএসএফ গুলি চালালে মিনহাজ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মিনহাজের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।

এই ব্যাপারে দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়কের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি।

তবে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে।

যেকোনো মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয়ার সিদ্ধান্ত হবে।

কেএস 
 

Link copied!