Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

গোপালগঞ্জে ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৪:০৭ পিএম


গোপালগঞ্জে ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হলো ৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মুকসুদপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।

ফুটবলে ছেলেদের ফাইনাল খেলায় বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এর আগে একই মাঠে মেয়েদের বিভাগের ফাইনালে সুরপী সালিনাবক্স উচ্চ বিদ্যালয় ও কহলদিয়া উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। ট্রাইবেকারে সুরপী সালিনাবক্স উচ্চ বিদ্যালয় ৪-২ গোলে কহলদিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ফুটবল খেলা উপভোগ করেন। পরে ফুটবল, হা-ডু-ডু ও ভলিবল বিভাগের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের রহমান রাশেদ, উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র আশ্রাফুল আলম শিমুল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রানী দূর্গা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় উপজেলার ৫৮টি স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করে। 

Link copied!