Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৫:০৩ পিএম


সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজ সংরক্ষণে অবৈধ মাদক ইয়াবা ও হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে আ: মজিদ (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আ: মজিদ জেলার তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি মো আব্দুর রহমান ও মামলার আসামিপক্ষের আইনজীবি এ্যাড. শাহ আলম খান ডেভিড।

মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ মে সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকা থেকে আ: মজিদকে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মজিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)‘র তৎকালিন উপ-পরিদর্শক ইয়াসিন আলী।

এই মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরবর্তীতে দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে জেলা ও দায়রা জজ আদালত বুধবার এই রায় প্রদান করেন।

কেএস 

Link copied!