Amar Sangbad
ঢাকা বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

চকরিয়ায় দেশীয় মদ ও সাজা সহ গ্রেপ্তার ৩৫

চকরিয়া প্রতিনিধি

চকরিয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৩:৩৯ পিএম


চকরিয়ায় দেশীয় মদ ও সাজা সহ গ্রেপ্তার ৩৫

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পৌরসভা সহ ১৮টি ইউনিয়নে পুলিশের ৮ঘণ্টার বিশেষ অভিযানে সাজা-পরোয়ানাভুক্ত ও দেশীয় মদ সহ ৩৫ আসামিকে গ্রেপ্তার করেছে।

২০ সেপ্টম্বর রাত ১০টা হতে বুধবার সকাল ০৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া থানার সুত্রে জানা যায়, জিআর ১৬, সিআর ১৪, সাজাপ্রাপ্ত ২, ৮০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আরো ৩ জন আসামিদেরকে গ্রেপ্তার করেন।

কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া) সার্কেল মো: তফিকুল আলম ও অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মোঃ সেলিম (২২), মোঃ রিফাত (২২), মোঃ ইকবাল হোসেন (১৯),সালা উদ্দিন(২০), জয়নাল আবেদীন(২৩) প্রকাশ জয়নাল, মোঃ মোশারফ মিয়া (২১), জয়নাল উদ্দিন প্রঃ বাশী (৬০) মোঃ ওয়াজ উদ্দিন প্রকাশ সাদ্দাম (৩০), মোঃ মোবারক (৩০), মোঃ সাকিল (১৯), গুরা মিয়া (২৫), মোঃ রাশেদ (২৪), জসিম উদ্দিন (৩০), বশির আহাম্মদ(২৬),আবদুস সালাম(৩০), আবু হাসান (২০),মোঃ জামাল (২৫), আবুল বশির(৩৫), রফিক আহমদ(২১),বেল্লাল সওদাগর (২২), মোহাম্মদ লোকমান(২৭), কফিল উদ্দিন (৪৫) পিতা- মৃত আব্বাস আহমদ সাং-উত্তর কাহারিয়াঘোনা,ঘাটপাড়া,৫নং ওর্য়াড,চকরিয়া পৌরসভা।জসিম উদ্দিন (২৬),আব্দুল মজিদ প্রকাশ নাগু(২২), মোঃ ইলিয়াছ , মনজুর আলম(৩৩),আবদুর রহিম(২২) মোঃ জামাল(৩২),সাহেনা বেগম, (৩২) চকরিয়া পৌরসভা, সর্ব থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

গ্রেপ্তারকৃত আসামীদের চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এআই

Link copied!