ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Amar Sangbad

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা ও নেত্রীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৪:২৭ পিএম

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা ও নেত্রীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় এক ছাত্রলীগ নেত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ কয়েকজন ছাত্রলীগের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে সঠিক বিচারের দাবিতে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদিকা ঐ নেত্রী।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় কুষ্টিয়া বড় বাজার মসজিদ গলির একটি মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেছেন নারী ছাত্রলীগ নেত্রী।

অপরদিকে একই সময় কুষ্টিয়ার বঙ্গবন্ধু সুপার মার্কেটে অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাকক্ষে সেই নারী নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন জেলা ছাত্রলীগ নেতারা।

সংবাদ সম্মেলনের সময় নারী নেত্রী জানান, আমার জীবন আজ বিপন্নের পথে। শুধুমাত্র ছাত্রলীগকে ভালবেসে এবং ছাত্রলীগের রাজনীতি করতে যেয়ে আমি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের আর্দশ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আমি বর্তমান কষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ  হাফিজ  চ্যালেঞ্জের হাত ধরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগে সাধারন কর্মী হিসেবে কাজ করা শুরু করি। তখন থেকে তার বাসায় আমাকে বিভিন্ন কারনে ডাকতো। পরবর্তীতে একদিন তার সাথে দল করতে যে কোন শর্তে রাজি হতে বলে। আমি তার প্রস্তাব এড়িয়ে যায় কিন্তু আমার এক দাদার সাথে একটি পারসোনাল টি-শার্ট পরা ছবি চ্যালেঞ্জ কোনভাবে হাতে পাই এবং বাসায় ডেকে ঐ ছবি দেখিয়ে ব্লাকমেইল করে আমাকে কুপ্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি না হলে ওই ছবি ভাইরাল করার ভয় দেখায় তখন আমি ভয় পেয়ে তাকে খারাপ মানুষ বলে চলে আসি আর নিজেকে একা রাখার চেষ্টা করি।

এই অপমানের প্রতিশোধ নিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ  চ্যালেঞ্জ তার ছোট ভাইদেরকে ঐ ছবি এবং আমার আরও কিছু এডিট করা ছবি ভুয়া আইডি খুলে বাজে ভাষায় ক্যাপশন দিয়ে ফেসবুকে প্রচার শুরু করে। রাস্তা-ঘাটে দেখা হলেই চ্যালেঞ্জের সহযোগিরা আজেবাজে কথাবার্তা সহ আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। দিনদিন এর মাত্রা বেড়ে যাওয়ায় আমি কোন উপায় না পেয়ে গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি  লিখিত অভিযোগ দেই। কিন্তু থানায় অভিযোগ দিলেও তিন দিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। উল্টো চ্যালেঞ্জসহ তার সহযোগিরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি তারপর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার নামে আরো বেশি বেশি আজেবাজে কথা লিখে পোস্ট করা হচ্ছে। আমি বারবার পুলিশকে জানালেও কোন প্রতিকার পাচ্ছি না।

নারী নেত্রী আরও বলেন, আমার মানহানি করে আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর এই সব কিছুর জন্য দায়ী মানুষরূপী মুখোশধারী ক্রিমিনাল চ্যালেঞ্জ ও তার সহযোগীরা। এভাবে আমার সাথে ঘটলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ নেই। আমি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা, আইজিপিসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমি স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারি।

এদিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ লিখিত বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ জঙ্গীবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছে এই জেলায়। যে কারণে সংগঠনের মধ্যে ঘাপটে মেরে থাকা জনৈক একজন নারীকে পুঁজি করে তাকে দিয়ে সংগঠনের পদধারী নেতৃবৃন্দকে নানাভাবে হেনস্থা করার ষড়যন্ত্র করছে। জেলা ছাত্রলীগের পদধারী ঐ নারী যদি তার কোন অভিযোগ থাকে তা গঠনতন্ত্র অনুযায়ী দলীয় ফেরামে উত্থাপন না করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাওয়া এটি দুরভিসন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু নয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, একজন নারী নেত্রীর লিখিত অভিযোগ থেকে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত করছে। তদন্তের মাধ্যমেই আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

কেএস

Link copied!