Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

গুরুদাসপুরে নতুন ইউএনও শ্রাবণী রায়

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৭:২৯ পিএম


গুরুদাসপুরে নতুন ইউএনও শ্রাবণী রায়

নাটোরের গুরুদাসপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শ্রাবণী রায়। তিনি বগুড়া আদমদীঘি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  সদ্য বিদায়ী ইউএনও মোঃ তমাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সিরাজগঞ্জ সদরে  বদলির পর তার স্থলে যোগদান করলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কর্মস্থলে তিনি যোগদান করার পর দুপুরে সদ্য বিদায়ী ইউএনও মোঃ তমাল হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁকে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপজেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রাবণী রায় ৩৩তম বিসিএস ক্যাডারের সদস্য। তার গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলায়।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রগণ কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। চাকুরীতে পদোন্নতি পেয়ে ইউএনও হিসেবে ১ আগস্ট ২০২১ সালে তিনি বগুড়ার আদমদিঘী উপজেলায় যোগদান করেন। গুরুদাসপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ও যোগদান অনুষ্ঠানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ইউএনও  তোমাল হোসেন।  

গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন শ্রাবণী রায়।  

তিনি বলেন, নতুন উপজেলা ইউএনও হিসেবে সবার সহযোগিতা নিয়ে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করাসহ উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সুন্দর পরিচালনা করতে চান। পাশপাশি গুরুদাসপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

কেএস 

Link copied!