Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের সামনে বাবার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২২, ১২:১৮ পিএম


লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের সামনে বাবার মৃত্যু

লক্ষ্মীপুরে শিশুপুত্র মো. ইসমাইল হোসেনের (৯) সামনে একটি ট্রেনিংকারের ধাক্কায় তার বাবা লেদু মিয়া (৪৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় হোসেন বয়াতি ও মেছির আহমেদ নামে আরো দুইজন আহত হন। 

এদিকে নিজের চোখের সামনেই বাবার অস্বাভাবিক মৃত্যুতে শিশুপুত্র ইসমাইলকে আহাজারি করতে দেখা যায়।

শুক্রবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে নিহতের মরদেহ জড়িয়ে ধরে সহধর্মিণী রুনা বেগম ও শিশুপুত্র ইসমাইল চিৎকার করে কাঁদতে থাকেন।

নিহত লেদু মিয়া লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হিরাগাজী বাড়ির সফিক উল্যার ছেলে। তিনি পেশায় ভ্যানগাড়ি চালক ছিলেন। তার ১ ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন জানায়, ফজরের নামাজ শেষে লেদু মিয়াসহ আহতরা হাঁটতে বের হন। ঘটনার সময় একটি ট্রেনিংকার পেছন থেকে তাদেরকে ধাক্কা দেয়। 

এতে হোসেন বয়াতি ও মেছির আহমেদ রাস্তার পাশে পড়ে যায়। নিহত লেদু মিয়া রাস্তার পাশে জঙ্গলের ভেতরে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ জানান, হাসপাতালে আনার আগেই মারা যান লেদু মিয়া।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি এখনো আটক করা সম্ভব হয় নি। 

টিএইচ

Link copied!