ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাদারীপুর আদালত প্রাঙ্গণে ডিজিটাল ড্যাশ বোর্ডের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

নভেম্বর ১, ২০২২, ০৪:৩৩ পিএম

মাদারীপুর আদালত প্রাঙ্গণে ডিজিটাল ড্যাশ বোর্ডের উদ্বোধন

মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ডিজিটাল 
ড্যাশ বোর্ড এর শুভ উদ্বোধন করেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন। 
ড্যাশ বোর্ড উদ্বোধনের ফলে বিচার প্রার্থীরা এখন তাদের মামলার সর্বশেষ অবস্থা যেমন, মামলার পরবর্তী তারিখ, সমন পর্যায়, সাক্ষী পর্যায়, রায়ে সাজা না খালাস সব ধরনের তথ্য পাওয়া যাবে একটি ড্যাশ বোর্ড থেকে। এর ফলে বিচার প্রার্থীদের কোর্টে ঘুরে ঘুরে কজলিস্ট দেখে তথ্য নিতে হবে না। এক জায়গা থেকেই মামলার সর্বশেষ তথ্য পেতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস ও মো. ইউসুফ হোসেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক মো. শরীফুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ কোহিনুর আরজুমান, মো. আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. ফয়সাল আল মামুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসাইন, অভিজিৎ চৌধুরী, মো. সাজিদ উল হাসান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমদাদুল হত খান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হাওলাদার, পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিংসহ বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, মাদারীপুর চীফ ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল ড্যাশ বোর্ড শুভ উদ্বোধন করায় জেলার বিচার প্রার্থী জনগণ এখন থেকে বিভিন্ন ধরনের হয়রানি থেকে মুক্তি পাবে। বিচারপ্রার্থীদের মামলাটি এখন কোন অবস্থায় আছে তা জানতে পারবে ড্যাশ বোর্ড থেকে।

এ ছাড়াও যুগোপোযোগী ই-জুশিসিয়ারী সার্ভিস চালু করার বিষয়ে আগামীতে আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

কেএস 

Link copied!