মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
আগস্ট ২, ২০২৫, ০৭:৫৪ পিএম
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে ৭ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুদীপ চাকমা।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়ার সরকার, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, উত্তর বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুদীপ চাকমা বলেন, "পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা প্রয়োজন।"
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন উপদেষ্টা সুদীপ চাকমা।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
বৃক্ষমেলায় মোট ২১টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৭ দিন।
ইএইচ