ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

আগস্ট ২, ২০২৫, ০৬:৫৩ পিএম

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে শহরের দশানী ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি খুলনা-বাগেরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন—বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আরেফী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, খেলাফত মজলিসের সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস. এম. সাদ্দাম ও এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, “জন্মলগ্ন থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। একটি আসন কমিয়ে তিনটি করা সম্পূর্ণ অযৌক্তিক ও অগণতান্ত্রিক। এই প্রস্তাব দেওয়ার আগে জেলার রাজনীতিবিদ ও জনগণের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।”

তারা আরও বলেন, “আমরা আজ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি। আগামীকালও কর্মসূচি অব্যাহত থাকবে। জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরেও যদি নির্বাচন কমিশন তিন আসনের প্রস্তাব প্রত্যাহার না করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে বাগেরহাটকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন ঘোষণা করা হবে।”

ইএইচ

Link copied!