Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২২, ০৩:১০ পিএম


রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজন। নতুন করে ভর্তি হয়েছেন আরও ১২ জন।

শনিবার (১২ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।

মৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বাসিন্দা সামেনা বেগম (৩৯) ও পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা মো. কামরুল ইসলাম (২৮)।

ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন চার রোগী। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২৩ রোগী। হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।

তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে অনেকে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।

এআই

Link copied!