Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

পাটগ্রামে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২২, ০৫:১১ পিএম


পাটগ্রামে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

লালমনিহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে এগারো টায় পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। ৪০৫ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ১৯৬ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয় এবং আগামী রোববার ২০৯জন মৃত মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে ডিজিটাল সনদ বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ(অবসর) এম ওয়াজেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম সালাউজ্জামান ফারুক,বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন প্রমূখ।

উপজেলার বিভিন্ন এলাকার থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সহ মৃত মুক্তিযোদ্ধাগনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।

কেএস 

Link copied!