Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪,

শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করব: প্রধানমন্ত্রী

আবু হানিফ রানা, মুন্সীগঞ্জ

আবু হানিফ রানা, মুন্সীগঞ্জ

নভেম্বর ২০, ২০২২, ০৩:০৪ পিএম


শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করব: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় হোসেন্দী ইকোনমিক জোন সহ ৫০ টি অর্থনৈতিক জোন অঞ্চল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় হোসেন্দী ইকোনমিক জোন সহ দেশের ৫০টি অর্থনৈতিক জোন উদ্বোধন প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এই ভূখণ্ড স্বাধীন করে দিয়েছেন। বিশ্বের মধ্যে এ অঞ্চলের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। কারো কাছে হাত পেতে বা সহযোগিতা নিয়ে চলবো না। নিজের ফসল নিজে উৎপাদন করব। নিজে খাব অন্যকে খাওয়াবো। শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করব। অর্থনৈতিক জোন উদ্বোধন প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে এসব কথা বলেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দ্রা, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, ডিআইজি সৈয়দ মোঃ নুরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বিপিএম  পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা সরকারি কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশিদুল ইসলাম, সিটি গ্রুপ লিমিটেড প্রকৌশলী মোঃ তারিকুজ্জামান তালুকদার, জিএম অপারেশন এন্ড এডমিন অপারেশন এন্ড এডমিন হোসেন্দী ইকোনমিক জোন প্রমুখ।

কেএস 
 

Link copied!