Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ময়মনসিংহে পাসের হার ৮৯.০২ শতাংশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২২, ০২:০৯ পিএম


ময়মনসিংহে পাসের হার ৮৯.০২ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা- ২০২২ এর ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ৮৯.০২ শতাংশ। এই শিক্ষা বোর্ডের অধীনে ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ কৃতকার্য হলেও একটি প্রতিষ্ঠানে ফেল করেছে সবাই।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।  

এতে জানানো হয়, এবারে বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞান বিভাগে ৯৮.১৮, মানবিকে ৮৩.৩৫ এবং ব্যবসায় শিক্ষা ৯০.৪৪ শতাংশ।

জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ১ হাজার ৩০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের  ১০ লক্ষ ৯ হাজার ৯৫২ অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় পাশ করেছেন ৯৭ হাজার ৮৮২জন। এর মধ‍্যে জিপিএ-৫  পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। এদের মধ্যে ছাত্র ৬ হাজার ৭৬৮ এবং ৮ হাজার ৪৪৮ জন ছাত্রী পেয়েছে জিপিএ-৫।  

এছাড়াও জেলা ভিত্তিক পাসের হার, ময়মনসিংহ জেলায় ৮৮.৯০, নেত্রকোনা, ৮৮.৫৯, জামালপুর, ৮৯.৫২ এবং শেরপুর ৮৯.১৪ শতাংশ।

এআই 

Link copied!