Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

হিলিতে ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার

হিলি প্রতিনিধি

হিলি প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২২, ১২:৫৩ পিএম


হিলিতে ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার

দিনাজপুরের হিলি ইমিগ্রেমন চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ ও ৬ কেজি পিতলের আংটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ, যার আনুমাকি মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ জানান, আজ শনিবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় নাগরিক কুসুম সরকার দেশে ফিরে যাওয়ার ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে কাস্টমসের ব্যাগেজ শাখায় আসেন। 

এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমস নারী সদস্যরা তাকে তল্লাশী করেন। তার কাছ থেকে ৯ ভরি স্বর্ণের অলংকার ও ৬ কেজি পিতলের আংটি পাওয়া যায়।

ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে স্বর্ণের অলংকার ও পিতলের আংটি জব্দ করে কাস্টমস গুদামে জমা করা হয়েছে। ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।

এআই
 

Link copied!