Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

ভালুকায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৩, ০৩:৪৫ পিএম


ভালুকায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ময়মনসিংহের ভালুকায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষানুরাগী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। আলহাজ্ব এম.এ ওয়াহেদ এমবিএ কল্যাণ ট্রাস্ট‍‍`র নিয়মিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ডাকাতিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের এস এস সিতে জিপিএ- ৫প্রাপ্ত ৮১জন কৃতি শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে মোট আট লক্ষ দশ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডাকাতিয়া ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহকারী শিক্ষক হযরত আলী বিএ‍‍`র সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষানুরাগী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদ উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, চ্যানেল টুয়েন্টি ফোর এর সিনিয়র রিপোর্টার জুনায়েদ শাহরিয়ার খান, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, ডাকাতিয়া ইউনিয়ন আ.লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নুরে আলম জিকু, ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক উজ্জামান লস্কর, আ.লীগ কেন্দ্রীয় উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহিন আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সোনার বাংলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান কামাল, ভালুকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল, আসাদুজ্জামান খান দুদু, বাহাদুর ইসলাম স্বপ্ন সহ এলাকার বিশিষ্ট মুক্তি যোদ্ধা, সুধীজন, ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।

কেএস 

Link copied!