Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

ঠাকুরগাঁওয়ে এক কেন্দ্রে দুপুর পর্যন্ত ২০ ভোট

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:০৬ পিএম


ঠাকুরগাঁওয়ে এক কেন্দ্রে দুপুর পর্যন্ত ২০ ভোট

ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা) উপ-নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১২৮টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। ঠাকুরগাঁওয়ের এক কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ২০টি অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা।

বুধবার (১ জানুয়ারি) ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা) উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম, ভোটারের অভাবে দুপুর ১টায়ও ফাঁকা পড়ে আছে অধিকাংশ কেন্দ্র। অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা।

ঠাকুরগাঁও নেকমরদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের কোনো লাইন নেই। বুথের ভেতরেও কোনো ভোটারকে দেখা যায়নি। কয়েক মিনিট পর একজন ভোটার এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার ২১৯০ জন। দুপুর ১টা পর্যন্ত মাত্র ২০টি ভোট পড়েছে।’

এমন আরও বেশ কয়েকটি কেন্দ্রে ভোট পড়েছে ২০-৩০টি। তবে অল্প কয়েকটি কেন্দ্রে ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

ঠাকুরগাঁও-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস
 

Link copied!