Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

চট্টগ্রামে ৩ হ্যাকার আটক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৫:৫৯ পিএম


চট্টগ্রামে ৩ হ্যাকার আটক

চট্টগ্রামে ভুয়া জন্ম নিবন্ধন, এনআইডি প্রস্তুত ও মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট তৈরির অপচেষ্টাকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন- মোঃ আরিফ, তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার কায়কখালীর ফয়েজ আহমেদের ছেলে। 

তার দেওয়া তথ্য মতে বাকি দুইজন আটককৃত হলেন, কক্সবাজার জেলার ঈদগাঁও এর নবী হোসেনের পুত্র মোঃ জসিম উদ্দিন ও কুমিল্লা জেলার চান্দিনা থানার গল্লাই এলাকার মৃত আবু তাহেরের পুত্র মোহাম্মদ তারেক। 

চট্টগ্রাম পুলিশ সুপার এস এম সফিউল্লাহ নেতৃত্বে গোয়েন্দার একটি টিম তাদের আটক করে। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন। 

এ সময় পুলিশ সুপার বলেন, মোবাইল ফোনের মাধ্যমে চক্রটি এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। চক্রটি জেলার দোহাজারী পৌরসভার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনলাইন জন্ম নিবন্ধন সার্ভার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করেন। পরবর্তীতে জন্ম নিবন্ধন এর মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয় পত্র এর মাধ্যমে রোহিঙ্গা পাসপোর্ট তৈরি করেন। 

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে জানান তিনি।

কেএস 

Link copied!