Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

ফরিদপুরে আইরিশ মৈত্রী হাসপাতালের যাত্রা শুরু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৯:১২ পিএম


ফরিদপুরে আইরিশ মৈত্রী হাসপাতালের যাত্রা শুরু

বিশ্বমানের সেবা দেবার প্রত্যয়ে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে হাসপাতালের সামনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমানসহ বিশিষ্ট জনেরা।

আস্থা আইরিশ‌ মৈত্রী হাসপাতালের চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা তনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ আব্দুল্লাহ বিন কালাম, প্রফেসর মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, বিএমের সভাপতি ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, আয়ারল্যান্ডের নাগরিক সুজন মেকে, লিসা ওয়ালেজ, কিনিয়ান রাইনি, হাসপাতাল পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সঞ্জিব দাস, ডাক্তার বিপুল চাকি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান কোটন ও শিপ্রা গোস্বামী।

সভায় আলোচনা পর্বে বক্তারা আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন। হাসপাতালে নিয়োজিত কর্তৃপক্ষকে বিনামূল্যে অসহায় দুস্থ, বীরমুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ করেন প্রধান অতিথিসহ অন্যরা। চিকিৎসার নামে বাণিজ্য কমিশন যেন না হয় সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

হাসপাতালের উদ্বোধনের জন্য সুদূর আয়ারল্যান্ড থেকে ২৭ জন ডাক্তারসহ বিভিন্ন পেশায় নিয়োজিত বিদেশিরা অংশ নেন। 

এআরএস

Link copied!