Amar Sangbad
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

নিপাহ ভাইরাসে আক্রান্ত স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১২:২৪ পিএম


নিপাহ ভাইরাসে আক্রান্ত স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় কাঁচা খেজুরের রস পান করায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সিয়াম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

উপজেলার করমদোশী গ্রামের কৃষক কামরুল ইসলামের ছেলে সিয়াম এবং সে স্থানীয় দোবিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

সিভিল সার্জন জানান, গত রোববার (২৯ জানুয়ারি) কাঁচা খেজুরের রস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৩০ জানুয়ারি) তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলেন, সিয়ামের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তার নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইইডিসিআরের ৬ সদস্যের প্রতিনিধি দল ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সরেজমিন গিয়ে পরিদর্শন করেছেন।

এআরএস

Link copied!