ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০১:৩৬ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক শামসুজ্জামান শামসকে অবিলম্বে মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাবের প্রাঙ্গনে বান্দরবানের কর্মরত সাংবাদিক বৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত ও দায়ের করা  মামলার প্রতিবাদে উপস্থিত সকল সাংবাদিকের মূখে  কালো কাপড় বেঁধে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সাংবাদিকদের উপর চাপিয়ে দেওয়া মামলা প্রত্যাহার চাইসহ বিভিন্ন লিখা সম্বলিত প্লা-কার্ড নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক কারো প্রতিপক্ষ নয়, দেশের জনগনের জন্য কাজ করে যেতে চাই উল্লেখ করে বলেন, দেশে আইন তৈরি করা হয় জনগনের কল্যাণে। ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নের পর থেকে এই আইনে সারা দেশে সাংবাদিকেরা সবথেকে বেশি হয়রানি, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। 

সাংবাদিক ছাড়াও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং লিখার চেষ্টা করেছে তাদেরও এই আইনে হয়রানি- গ্রেপ্তার করা হয়েছে। যে আইন বাক স্বাধীনতা হরণ করে সে আইন দেশ ও জনগনের জন্য কল্যাণ বয়ে আনতে পারেনা। 

এছাড়া সম্প্রতি প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক  শামসুজ্জামান শামসকে অবিলম্বে মুক্তি এবং দেশ তথা দেশের জনগনের পক্ষে নির্বিঘ্নে কাজ করতে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়, সম্পূর্ণরুপে বাতিলের দাবি জানান।

উক্ত মানববন্ধনে দৈনিক প্রথম আলো পত্রিকার বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যােতি চাকমা‍‍`র সভাপতিত্বে, মাছরাঙা টিভি‍‍`র বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশ গুপ্তের সঞ্চালনায় বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, এনটিভি বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, জিটিভির বান্দরবান প্রতিনিধি মো. ইসাক, দৈনিক সমকাল পত্রিকার বান্দরবান প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যাসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

Link copied!