Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দোকানদারকে জরিমানা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৩, ০৫:৫৪ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দোকানদারকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানদারকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের মেড্ডা বাজার ও আনন্দ বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সাথে এসময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন। অভিযানে মাছ, মাংস, সবজি ও মুদি মালের ৬টি দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ বেশকিছু অভিযোগে ৬ জন দোকানদারকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, ‍‍`রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে ৬জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।‍‍` রমজান মাসজুড়ে বাজার মনিটরিংয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরএস

Link copied!