Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি

মে ১১, ২০২৩, ০৬:১৫ পিএম


গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

মাদারীপুরের কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে রেজাউল পালোয়ান নামে এক অসহায় কৃষকের বিভিন্ন প্রজাতির ২০টি চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল উপরিদর্শন করেন। 

বৃহস্পতিবার সকালে সরেজমিনে ও ভুক্তভোগীর বক্তব্য এ ঘটনা দেখা গেছে।

ভুক্তভোগী পরিবার জানান, পৌর এলাকার চড় ঠেঙ্গামাড়া গ্রামের মমিনউদ্দিনের কৃষকপুত্র রেজাউল পালোয়ানের পরিবারেরর লোকজন বাড়ির জানালা দরজা বন্ধ রেখে ব্যক্তিগত কাজে বাহিরে যান। 

এ সুযোগে পুর্ব শত্রুতার জের ধরে গত বুধবার সন্ধ্যার দিকে বেশ কয়েকজন দৃর্বৃত্তরা মিলে রেজাউল পালোয়ানের বাড়ির জমির আম, কাঠাল ও সুপারীসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ কেটে ফেলে এবং ঘরের আসবাপত্র ভাংচুর করে পালিয়ে যায়। পরে রেজাউল পালোয়ান বাড়ি গিয়ে দেখেন ঘড়ের মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ভুক্তভোগী রোজাউল পালোয়ান জানান, আমি গরীব মানুষ আমার বাড়িটা ছাড়া কিছু নেই। পুর্ব শত্রুতার জের ধরে পার্শবর্তী আজিজুল পালোয়ানের নির্দেশে লিটন পালোয়ান ও সহিদুল পালোয়ান আমার বাড়িতে ঢুকে গাছ কেটে ফেলেছে আর বাড়ি ঘর ভাংচুর করেছে। আমি সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত আজিজুল পালোয়ান জানান, রেজাউল ওই ঘটনা নিজে ঘটিয়ে আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা বলছে।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মিঠু জানান, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সমাধানের জন্য বলেছি।

এইচআর
 

Link copied!