ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৮:১৫ পিএম

হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ মিয়া (৩০) ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের আমিনের পুত্র।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ফুলপুর উপজেলার নৈহাটি গ্রামের সাহাব উদ্দিনের পুত্র অলি (৩০)।  

শনিবার সকালে উপজেলার দড়িনগুয়া গ্রামে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপকেন্দ্রের লাইনম্যান মোবারক হোসেন বলেন, সকাল বেলায় উপকেন্দ্রের বিদ্যুতের চারটি নতুন খুঁটি লাগাতে আসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের চারজন নির্মাণ শ্রমিক। উপকেন্দ্রের বিদ্যুৎ পুরো স্টেশনের শাটডাউন না নিয়েই কাজ শুরু করে দেয়। এক পর্যায়ে খুঁটি সোজা করতে গিয়ে উপরের একটি তার সরানোর জন্যে দুইজন শ্রমিক উপরে উঠে। একটি তার নিচে ফেলে। নীচ থেকে দুই শ্রমিক সোহাগ ও অলি বিদ্যুতের তার সোজা করতে গিয়ে পাশে চালু থাকা লাইনে স্পর্শ হওয়া মাত্রই বিদ্যুৎপৃষ্ট হয়।

অপর শ্রমিকরা দুইজনকেই উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় অলিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা বলেন, উপকেন্দ্রের আপডেট কাজ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের চার নির্মাণ শ্রমিক খুঁটি লাগাতে যায়। তারা উপকেন্দ্রের বিদ্যুতের সকল লাইন বন্ধ না করেই কাজ শুরু করে দেয়। এ ঘটনার জন্য তিনি নির্মাণ শ্রমিকদেরকেই দায়ী করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, পল্লী বিদ্যুতের লোকজন বা ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ অবগত করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!