Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

মে ১১, ২০২৩, ০৯:২০ পিএম


বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি

ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে বরগুনায় প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক সভায় বরগুনার ৬৪২টি আশ্রয়কেন্দ্র ৩ টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া  আশ্রয়কেন্দ্রে বরগুনার নদী ও সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, জেলার ৪২টি ইউনিয়নে ৪৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ মেডিকেল টিমের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য বরগুনার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং স্ব স্ব কর্মস্থানে থাকা নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

বরগুনায় ৯ হাজার ৬১৫জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলা য় ৮ লক্ষ ৪০ হাজার টাকা,  ২৯৪ টন চাল, ২০০০ প্যাকেট শুকনা খাবার, ২০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণ বাবদ ৬ লক্ষ টাকা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে  ঘূর্ণিঝড় মোখার প্রভাবে  এই জেলার উপকূলে সাড়ে ৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলীয় অঞ্চলের মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার ৬ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ২২টি পোল্ডারে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে দুর্বল বা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে ২ কিলোমিটার ৫৭০ মিটার।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এসব বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। তবে মোকাবিলার জন্য জিও ব্যাগ ও সিনথেটিক ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

এআরএস

Link copied!