Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ

মো. মাসুম বিল্লাহ

মে ২৮, ২০২৩, ০৮:৫২ পিএম


বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লার দাউদকান্দিতে দুইজন, কক্সবাজারের মহেশখালীতে এক শিশু, বান্দরবানে এক শ্রমিক, চুয়াডাঙ্গা জীবননগরে বাইসাইকেল চালক, বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্র এবং পাবনার বেড়ায় এক ঠিকাদার নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৮ মে) দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। ওসি মো. জাহাঙ্গীর জানান, রোববার (২৮ মে) সকালে চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটো বাহন সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

মহেশখালী (কক্সবাজার) : মহেশখালীতে বেপরোয়া ড্রামট্রাকের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জে.এম.ঘাট বাজারের দক্ষিণ পাশে স্কুলের রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আশরাফুল ইসলাম মুরাদ জে.এম.ঘাট এলাকার নুরুল আবছারের ছেলে।

জানা যায়- মুরাদ ও তার মা নানার বাড়ি থেকে আসার সময় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় তার দুই পায়ে আঘাত প্রাপ্ত হয়। পরে এলাকার লোকজন শিশুটিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পরে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। শিশুটির পরিবার চমেকে নেয়ার সময় শিশুটি মারা যায়। 
এ বিষয় মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, নিহত শিশুর বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বান্দরবান : বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মো. সেলিম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মো. শামসুল আলম (৩৯) নামে আরও এক যুবক। গত শনিবার রাতে রোয়াংছড়ির তারাছা ইউপির ৫ নম্বর ওয়ার্ড সাংকিং খুমি পাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত মো. সেলিম (৪৫) বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড চাঁন্দা পাড়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে। আহত মো. শামসুল আলম (৩৯) ও পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড লাল ব্রিজ এলাকার সৈয়দ আহমদের ছেলে।

রোয়াংছড়ি থানা ওসি আবদুল মান্নান জানান, সাংকিং পাড়া এলাকার পাহাড়ি পথ অতিক্রম কালে ১টি ট্রাক গাড়ি উল্টে গিয়ে মো. সেলিম নিহত ও অপর একজন আহত হয়েছে। আইনানুগ পক্রিয়া চলমান আছে।

জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা-জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। রোববার (২৮ মে) জীবননগর পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা  ঘটে। নিহত বাইসাইকেল চালক মো. আলাউদ্দিন (৬৫) জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আফসার উদ্দিন মণ্ডলের ছেলে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে মোটরসাইকেল চালক। জীবননগর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, জীবননগর পৌর শহরের লক্ষীপুর নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছাত্র (৯) আবু বক্কর সিদ্দিক বাসের ধাক্কায় নিহত হয়েছে। নিহত আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের শামিম হোসেনেরে ছেলে। রোববার (২৮ মে) বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে এই দুঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত স্কুলছাত্র আবু বক্কর রোববার (২৮ মে) বাবার সাথে দোকানে খাবার জিনিসপত্র কিনতে রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী বাসের ধাক্কায় ঘটনাস্থলে আবু বক্কর নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করেন। এ বিয়য়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, পরিবারের লোকজন বাদী না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দেয়া হয়েছে।

সাঁথিয়া (পাবনা) : বেড়ায় লোকাল ডাম্পার ট্রাকচাপায় নান্নু প্রা.(৫৫) নামের এক ঠিকাদার প্রাণ হারিয়েছেন। রোববার (২৮ মে) বেড়া কোলঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তিনি বেড়া সদর উপজেলার বিশালিখা গ্রামের মৃত. আজিম উদ্দিন প্রামানিকের ছেলে। বেড়া মডেল থানার ওসি হাদিউল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। যেহেতু প্রকাশ্য এ ঘটনাটি ঘটেছে তাই এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে

আরএস

Link copied!