Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

বজ্রপাত রোধে বেড়ায় ৪শ‍‍` তালগাছের চারা রোপন

বেড়া প্রতিনিধি

বেড়া প্রতিনিধি

জুন ৭, ২০২৩, ০৭:০৭ পিএম


বজ্রপাত রোধে বেড়ায়  ৪শ‍‍` তালগাছের চারা রোপন

বজ্রপাত রোধে পাবনার বেড়া উপজেলায় ৪০০ তালগাছের চারা রোপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করা হয়েছে।

বুধবার (৭ জুন) উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া হতে বাগজান গ্রামীণ সড়কে এসব তালগাছের চারা রোপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত কবীর,কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম সহ কৃষক কৃষাণী স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার নূরে আলম জানান,আমরা উপজেলা কৃষি বিভাগ ৪০০ শত তালগাছের চারা রোপন করেছি। তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন,তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধনসহ মানুষের কল্যাণে আসবে।

এইচআর

 

Link copied!