ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বেদখলে থাকা রাস্তা দখল মুক্ত করেছে গ্রাম পুলিশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুন ১১, ২০২৩, ০৩:৫৩ পিএম

বেদখলে থাকা রাস্তা দখল মুক্ত করেছে গ্রাম পুলিশ

যশোরের অভয়নগরে এলজিডি তালিকাভুক্ত একটি রাস্তা বেদখলে ছিলো। সম্প্রতি ইউনিয়ন পরিষদ কতৃক রাস্তাটি দখল মুক্ত করা হয়েছে। শনিবার (১০ জুন) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গার ধলিরগাতী এলাকায এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে ধলিরগাতী মধ্যপাড়া সংযোগ সড়কের ধলিরগাতী এলাকার মৃত শামসের আলীর ছেলে নাজমুল হোসাইন অবৈধভাবে রাস্তার উপর বিছালীঘর নির্মাণ করে জনসাধারণের চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন পার্শ্ববতী ইউনিয়নসহ এলাকার শতাধিক পরিবারের লোকজন চলাচল করতো। 

স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুর রহমান জানান, ওই রাস্তার উপর ঘর করতে নিষেধ করলে তারা আমার কথা অমান্য করে রাস্তার উপর ঘর নির্মান করে। নিরুপায় হয়ে উক্ত বিষয়টি ইউনিয়ন পরিষদসহ উর্দ্বোতন কর্মকর্তাদের অবগত করি। এরপর চেয়ারম্যানের নির্দেশে বেদখলে থাকা রাস্তাটি দখল মুক্ত করা হয়।
দখলে থাকা পরিবারের পক্ষে জিয়াউর রহমান বলেন, ওই জমির দাবিদার আমরা। ইতোমধ্যে আমিনের মাধ্যমে ওই জমি ৭ বার মাপা হয়েছে। আজ তারা আমাদের জায়গায় গড়ে তোলা বিছালী ঘর গ্রাম পুলিশ দিয়ে জোর পূর্বক উচ্ছেদ করিয়েছে। 

উপজেলা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে ঐ পরিবারটি সরকারী রাস্তা দখল করে রেখেছিল। চেয়ারম্যানের নির্দেশে রাস্তাটি দখলমুক্ত করা হয়েছে।
এব্যাপারে প্রেমবাগ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, বিষয়টি জানার পরে গ্রাম পুলিশের মাধ্যমে রাস্তাটি দখল মুক্ত করেছি। দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করার ইখতিয়ার কারো নেই। এটা সম্প‚র্ণ আইন বহির্ভ‚ত। তাই গ্রাম পুলিশ দিয়ে রাস্তাটি অবমুক্ত করা হয়েছে।

আরএস

 

Link copied!