Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০কেজি আম উপহার পাঠালেন শেখ হাসিনা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ১৫, ২০২৩, ০৩:০৬ পিএম


ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০কেজি আম উপহার  পাঠালেন  শেখ হাসিনা

ভারতের  ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৫০০ কেজি  আম উপহারস্বরূপ পাঠিয়েছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহার আম ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড.শ্রী মানিক সাহা ও তার রাজ্যের গুরত্বপূর্ণ ব্যাক্তিদের জন্য পাঠানো হয়।

দু দেশের কর্তৃপক্ষদের উপস্থিতিতে হিমসাগর  জাতের ১‍‍`শটি কার্টন বোঝাই আম ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী  হাইকমিশনারের হাতে তুলে দেন বাংলাদেশের প্রতিনিধি দল।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী হায়কমিশনার দত্ত শ্রী রাজীব কুমার এর এক চিঠিতে আম হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ করেন সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্তাত্বধিকার রাজীব উদ্দিন ভূইয়া।

আম হস্তান্তর কালে দু দেশের শূন্য রেখায় উপস্থিত ছিলেন ভারতে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হায় কমিশনার আরিফ মোহাম্মদ,হাইকমিশনার অফিসের ফাস্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, ফাস্ট সেক্রেটারি  মোঃ আল আমিন, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ হাসান আহমেদ ভূইয়া, এএসআই দেওয়ান মোর্শেদুল হক সহ দু দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশর প্রধানমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ উনার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য আম উপহার পাঠিয়েছে। এতে করে বাংলাদেশ- ভারতের সম্পর্ক  আরো দৃঢ়গতি হবে। ভারত-বাংলাদেশ সবসময় পাশাপাশি বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। এই আম উপহার ভারত বাসি অত্যন্ত আনন্দের সাথে  গ্রহণ করবে এবং  দু দেশের সম্পর্ক আরো গভীরতর হবে। 

আরএস

Link copied!