Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে কারাদণ্ড

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

জুন ১৬, ২০২৩, ০৬:১২ পিএম


কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে কারাদণ্ড

কেরানীগঞ্জে সরকারি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রির অপরাধে ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৩ জনকে ১মাস ও ১জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোয়ালখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্বদেন কেরানোগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নবী আউয়াল (৬০), সৈয়দ দিদার (২৭), সালাউদ্দিন (৩৫) ও রাজ্জাক দেওয়ান (৫০)।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন গোয়ালখালী এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। 

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!