Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

বাংলাদেশ এখন অন্য দেশের সাহায্য ছাড়া চলতে সক্ষম হচেছ: পরিবেশ মন্ত্রী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুলাই ১২, ২০২৩, ০৫:০৭ পিএম


বাংলাদেশ এখন অন্য দেশের সাহায্য ছাড়া চলতে সক্ষম হচেছ: পরিবেশ মন্ত্রী

সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন,বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন উন্নত দেশ গুলোর সাথে তাল মিলিয়ে চলছে। গ্রামের রাস্তা গুলি পাকা হওয়ায় গ্রাম জনসাধারণ শহরের সুযোগ সুবিধা ভোগ করতে যাচ্ছে। তিনি আরো বলেন শিক্ষাসহ বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ এসে কর্ম সংস্থান করছে।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঈদগাহ বাজার নিজবাহাদুরপুর ইউপি অফিস ভায়া সুড়িকান্দি, মাইজগ্রাম, বাহাদুরপুর দেওয়ান শাহ (র.) রাস্তার কাজের উদ্বোধন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে এতে খরচ হয় ১ কোটি ৭৬ লাখ টাকা।

এছাড়া ৩ কোটি ২ লাখ টাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অধিনে চান্দ্রগ্রাম উচচ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট একাডেমি নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

চান্দ্রগ্রাম উচ্চ বিদ্যমান মাঠে আয়োজিত সভার সভাপতিত্ব করেন স্হানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম। ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শামছুল আরেফিন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ্র উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু প্রধান শিক্ষক আব্দুল লতিফ শিক্ষক আবদুর রশীদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল ইউপি সদস্য কবির আহমদসহ অনেকে বক্তব্য রাখেন।

এই্চআর
 

Link copied!