Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

যমুনায় পানি কমতে শুরু করলেও প্লাবিত হচ্ছে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৩, ০৪:০৯ পিএম


যমুনায় পানি কমতে শুরু করলেও  প্লাবিত হচ্ছে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। এদিকে পানি কমলেও  যমুনা অভ্যন্তরে চরাঞ্চল প্লাবিত হচ্ছে, তলিয়ে যেতে শুরু করেছে জমিজমা সহ বসতবাড়ি। 

সোমবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.৬৯ মিটার। গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১২.৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪.২৯ মিটার। গত ২৪ ঘন্টায় ২সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

এদিকে নদীর পানি কমলেও  চরাঞ্চলের গ্রামগুলো ফসলের মাঠ তলিয়ে বসতবাড়িতে পানি উঠছে। ভাঙ্গন আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। পানি কমার সাথে সাথে যমুনার তীরবর্তী কোন কোন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। উল্লেখ্য, প্রতিবারই যমুনার পানি বাড়া এবং কমার সময় এই ভাঙ্গন দেখা দেয়।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজান থেকে নেমে আসা  পাহাড়ি ঢল ও ভারী বর্ষণ অব্যাহত থাকলেও সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিছুটা কমেছে।  তবে চরাঞ্চলের নিম্নভূমিগুলো এখনো প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি ।

আরএস

Link copied!