Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৩, ০৫:৫৩ পিএম


মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা

পিরোজপুরের কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় দুটি ঔষুধের ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রেবাবার (২৭ আগস্ট ) দুপুরে উপজেলার মানিক মিয়া কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন ও শিয়ালকাঠি চৌরাস্তার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় স্বাস্থ্য পরিদর্শক ইলিয়াস উদ্দিন  এবং কাউখালীর পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন,  মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে উপজেলা শহরের মানিক মিয়া কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন সিদ্দিক ডেন্টালকে ৫ হাজার টাকা ও শিয়ালকাঠি চৌরাস্তার সিয়াম ড্রাগ হাউসকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

এআরএস

Link copied!