Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ঢালাই ব্রিজে কাঠের পাটাতন, সংস্কার জরুরি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৫:২০ পিএম


ঢালাই ব্রিজে কাঠের পাটাতন, সংস্কার জরুরি

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্মাণ করা ব্রিজের মাঝে গর্তের স্থানে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে লোকজন। ব্রিজটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ শতশত মানুষ চলাচল করতে গিয়ে দুঘর্টনার স্বীকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, উপজেলা গৈলা ইউনিয়নের রথখোলা-তালের বাজার সড়কের ভদ্রপাড়ার ওয়াপদা খালের উপর গত দুই দশক পূর্বে ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে ব্রিজটি নির্মাণের সময় নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। যার কারণে গত ৭ বছর পূর্বে ব্রিজটির একাধিক স্থান ভেঙে রড বের হয়ে বড় গর্তের সৃষ্টি হয়। গর্তের কারণে ব্রিজটি দিয়ে মানুষসহ যানবাহন চলাচল বিঘ্ন হয়। গর্তের মধ্যে কাঠের পাটাতন  দিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রতিদিন ঘটছে দুঘর্টনা।

ব্রিজটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতশত মানুষ চলাচল করছে। প্রতিদিন রাতের আধাঁরে ব্রিজ দিয়ে যানবাহন ও লোকজন চলাচল করতে গিয়ে দুঘর্টনার স্বীকার হচ্ছে। বিষয়টি উপজেলা এলজিইডির দায়িত্বপ্রাপ্তদের একাধিকবার জানালেও তেমন কোন সাড়া মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ বলেন, ওই স্থানের ব্রিজের ব্যাপারে আমাদের প্রকল্প দেওয়া আছে। প্রকল্প পাশ হয়েছে। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডারের পরেই কাজ শুরু হবে।
এআরএস

Link copied!