Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

কক্সবাজার শহরের প্রবেশ মুখ থেকে ৫৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৬:৫৯ পিএম


কক্সবাজার শহরের প্রবেশ মুখ থেকে ৫৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার শহরের প্রবেশ মুখ লিংরোডে অভিযান চালিয়ে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷

দৈনিক আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম৷

তিনি জানান, অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসায় তাদের আটক করা হয়েছে। আটক ৫৮ জন রোহিঙ্গাকে ঘটনাস্থল থেকে উখিয়া থানা থেকে সিআইসির মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো প্রক্রিয়া চলছে৷

এসপি মাহফুজুল ইসলাম জানান, ‘রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। অনেক রোহিঙ্গা অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি গিয়ে বাইরে বেরিয়ে আসছে। পরে তারা সুবিধাজনক সময়ে গন্তব্যে রওনা দেয়। রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ সেপ্টেম্বর থেকে পুলিশ বিশেষ অভিযান শুরু করে।’

পুলিশ সুপার জানান, আটকরা ক্যাম্প ছেড়ে বাইরে আসার জন্য একেকজন একেক তথ্য দিয়েছে। এদের কেউ ক্যাম্পের বাইরে থাকা আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের জন্য, আবার কেউ চিকিৎসা ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছে বলে জানায়।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এসপি মাহফুজুল ইসলাম

আরএস
 

Link copied!